/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/csk_kkr.jpg)
মাত্র ৪৯ বছরেই সব শেষ। ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। তবে সেই লড়াই দীর্ঘস্থায়ী হল না। ক্যানসার ধরা পড়ার পরেই দক্ষিণ আফ্রিকার নামি ক্যান্সার-বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল দাপুটে জিম্বাবোয়ানের। তবে মঙ্গলবারেই সব লড়াই শেষ হয়ে গেল।
২০০৫-এ ক্রিকেট থেকে অবসর নেন। ২২.২৫ গড়ে ১৯৯০ রান এবং ২৮.১৪ গড়ে ২১৬ উইকেট তাঁর টেস্ট ক্রিকেটের প্রোফাইলে। সাদা বলের ক্রিকেটেও ভেলকি দেখিয়েছেন তিনি। ২৯৪৩ রান করার পাশাপাশি ২৩৯ উইকেট দখল করেছেন।
VIDEO - Health Streak cleaning up Sachin Tendulkar in the World Cup 1996 encounter.
Credit - BCCI#HeathStreak#CricketTwitterpic.twitter.com/FZFKySQoU7— Navneet Mundhra (@navneet_mundhra) August 23, 2023
Deeply saddened to hear the loss of Heathstreak. He was a beacon for Zimbabwe cricket. Gone too soon. Condolences to his family and friends.
— Anil Kumble (@anilkumble1074) August 23, 2023
২০২১-এ দুর্নীতি সংক্রান্ত নিয়মবিধি ভঙ্গ করায় স্ট্রিককে ক্রিকেট থেকে বহিষ্কার করে আইসিসি। খেলা ছেড়ে দেওয়ার পর ঘরোয়া এবং আন্তর্জাতিক স্তরে বহু দলের কোচিংয়ে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ, জিম্বাবোয়ে তো বটেই, কেকেআরের মত আইপিএলে নামি দলের কোচও ছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় স্ট্রিকের প্রয়াণের খবর ভেসে আসা মাত্রই ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে। জিম্বাবোয়ের বর্তমান, প্রাক্তন একাধিক তারকা- হেনরি ওলঙ্গা, শন উইলিয়ামস, এমবাংওয়া তো বটেই রবিচন্দ্রন অশ্বিন, স্কট স্টাইরিসের মত আন্তর্জাতিক নক্ষত্ররাও হিথ স্ট্রিকের প্রয়াণে শোক বার্তা ব্যক্ত করেছেন।