scorecardresearch

চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জয়ী কিংবদন্তিই এবার নেইমারদের বস! ফ্রান্সকে গো-হারান হারাতে চলেছে ব্রাজিল

ফ্রান্সকে মাঠের বাইরে টেক্কা দিতে চলেছে ব্রাজিল

চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জয়ী কিংবদন্তিই এবার নেইমারদের বস! ফ্রান্সকে গো-হারান হারাতে চলেছে ব্রাজিল

ফ্রান্সে দিদিয়ের দেশচ্যাম্পের উত্তরসূরি হিসাবে প্রাক্তন রিয়েল মাদ্রিদ বস জিনেদিন জিদানের নাম ভেসে উঠছিল। তবে জিদান ফ্রান্স নয়, সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজিলের ম্যানেজার হতে চলেছেন। এমন আপডেট দেওয়া হচ্ছে ফ্রান্সের ল্য ইক্যুয়েপ-এ।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হারের পর ব্রাজিল কোচ তিতে পদত্যাগ করেছেন। তাঁর উত্তরসূরি খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে সেলেকাওরা। বারবার বিশ্বকাপ ব্যর্থতার জন্য এবার দেশি নয়, বিদেশি কোচ নিয়োগ করতে চাইছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সারা বছর ইউরোপে খেলার পর ব্রাজিলীয় তারকারা জাতীয় দলের দেশি কোচের স্টাইলে খাপ খাওয়াতে অসুবিধায় পড়ছেন। সেই কারণেই বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।

আরও পড়ুন: চেনে বেঁধে ভয়ঙ্কর মারধর! বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হওয়ায় ব্রাজিল কোচকে মেরে ফাটাল ডাকাত

জিনেদিন জিদানের পাশাপাশি মরিসিও পচেত্তিনো, টমাস টুখেল, রাফায়েল বেনিতেজের সঙ্গেও আলোচনায় বসেছেন ব্রাজিল কর্তারা। বলা হয়েছে ফরাসি প্রচারমাধ্যমে।

গত বছর মে-তে রিয়েল মাদ্রিদ ছাড়ার পর আপাতত ‘বেকার’ জিদান। এর আগে ফ্রান্সের ম্যানেজার তো বটেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এরিক টেন হ্যাগকে নিয়োগ করার আগে জিদানের সঙ্গেও একপ্রস্থ কথা বলেছিল বলে খবর।

রিয়েল মাদ্রিদকে টানা দু-বার ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত দায়িত্বে থাকার সময় চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। দু-বার লা লিগা জয়ী রিয়েল মাদ্রিদ দলের কোচও ছিলেন।

আরও পড়ুন: ক্রোয়েশিয়া ম্যাচে টাইব্রেকারে কেন শট নেননি নেইমার, রহস্য ফাঁস করলেন কোচ তিতে

এদিকে, আগামী সপ্তাহেই ফ্রান্স ফুটবল সংস্থার সভাপতি দিদিয়ের দেশের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। সেই বৈঠকেই বর্তমান ফ্রেঞ্চ কোচের ভাগ্য নির্ধারিত হবে। ২০১২ থেকে ফ্রান্স জাতীয় দলের ম্যানেজার তিনি। অধিনায়ক হিসেবে ১৯৯৮-এ যেমন ফ্রান্সকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন, তেমন কোচ হিসাবেও ২০১৮-য় দলকে দ্বিতীয়বার কাপ জয়ের স্বাদ দেন। তাঁর পরিবর্তে জিদানকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে ফ্রান্সেই। তবে জিদান জাতীয় দলের দায়িত্ব নেবেন নাকি অন্য মহাদেশে নতুন চ্যালেঞ্জ নেন, সেটাই স্পষ্ট হয়ে যাবে, আগামী কয়েকদিনে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Zinedine zidane most likely to be named coach of brazil