ফের কোচিংয়ে ফিরছেন জিনেদিন জিদান। স্প্যানিশ ব্রডকাস্টিং কোম্পানি ‘টেলিভিশন এসপানোলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ।
জিদানের নামটা উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে কিংবদন্তি ফুটবলারের ক্যারিশ্মা। কিন্তু কোচ হিসেবেও তিনি কত’টা সফল সেটা দেখিয়ে দিয়েছেন শেষ তিন বছরে।তিন মাস আগে রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতান জিদান। আর তার সপ্তাহখানেকের মধ্যেই রিয়ালের কোচের পদ থেকে সরে আসেন তিনি। প্রায় সকলকে চমকে দিয়েছিল জিদানের আকস্মিক এই সিদ্ধান্ত। এরপর শোনা যাচ্ছিল যে, জুভেন্তাসের কোচ হতে পারেন জিজু। সম্ভবত প্রিয় শিষ্য় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ডাকেই আসতে পারেন তিনি। কিন্তু পরে সে খবর ধামাচাপা পড়ে যায়। জিজু বললেন, “আমি দ্রুত কোচিংয়ে ফিরব। সারা জীবনে এটা করতেই আমার সবচেয়ে ভাল লেগেছে।” তবে জিদান জানাননি যে, তিনি কোন ক্লাব বা দেশের সঙ্গে যুক্ত হতে চলেছেন। শুধু এটুকুই বলেছেন যে, তিনি শীঘ্রই ফের কোচ হিসেবে মাঠে নামবেন। জিদানের ফ্যানেদের জন্য নিঃসন্দেহে সুখবর। এটা বলাই যায়।
আরও পড়ুন: র্যামোস প্রকৃত নেতা, রোনাল্ডো সতীর্থদের অনুপ্রেরণা দেয়: জিদান
২০১৬-র জানুয়ারি মাসে রাফায়েল বেনিতেজের জুতোয় পা গলান জিজু। ২০১৪ থেকেই রিয়ালের যুব দলের দায়িত্বে ছিলেন তিনি। রিয়ালের ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবেই থেকে যাবে তাঁর নাম।রিয়ালকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, একটি লা লিগা ও একটি স্প্যানিশ সুপার কাপ সমেত ন’টি ট্রফি দেন তিনি।