/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/dhoni-zivva.jpg)
IPL 2019: ব্র্যাভোর টিচার জিভা, ম্যাচের পর চলল ক্লাস (ছবি-টুইটার/সিএসকে)
রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে চলতি লিগে দু'বার চেন্নাই হারাল কলকাতাকে। টানা চার ম্যাচ জয়ের সুবাদে চেন্নাই পয়েন্ট টেবিলের মগডালেই রইল। কেকেআরের ১৬১ রানের জবাবে চেন্নাই ২ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্য়াচ জিতে নেয়।
এদিন ব্যাট হাতে ধোনি সেভাবে ময়দান মাতাতে পারেননি। ১৩ বলে ১৬ রানের ইনিংস খেলেন সিএসকে-র অধিপতি। কিন্তু ম্যাচের পর ধোনি কন্যা জিভাই মাতিয়ে রাখল ক্রিকেটের স্বর্গোদ্যান। জিভা সোশাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। বাবার সঙ্গে খুনসুটি থেকে শুরু করে নিত্যনতুন কাণ্ডকারখানা করেই সে খবরে আসে। ইডেনে ম্যাচ জেতার পর জিভা বাবার সঙ্গে চলে এসেছিল মাঠে। সেখানেই সে ধোনির দলের সতীর্থদের সঙ্গে কথা বলে, কখনও আবার রায়নার আদরের আবদারও সে মেটায়।
আরও পড়ুন: স্মিথ-ওয়ার্নারকে নিয়েই বিশ্বকাপের দল সাজাল অস্ট্রেলিয়া
When you receive your award once again and get to learn how to wear the cap yellovingly! #WhistlePodu#Yellove#KKRvCSK ???????? @ImranTahirSA@DJBravo47pic.twitter.com/nquXsFTiR8
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2019
এসবের ফাঁকেই জিভাকে পাওয়া গেল টিচারের ভূমিকায়। চোটের জন্য রিজার্ভবেঞ্চে থাকা ডোয়েন ব্র্যাভো খেলার সঙ্গে গল্প জমিয়েছিলেন জিভার সঙ্গে। ব্র্যাভোকে নিজের টুপিটি উল্টো করে পড়ে জিভাকে দেখান। সঙ্গে সঙ্গে ধোনির মেয়ে তাঁকে শুধরে দিয়ে বুঝিয়ে দেয় যে, কিভাবে পড়তে হবে টুপি। সিএসকে অফিসিয়াল টুইটার অ্যাকউন্ট থেকেই সেই ছবি টুইট করেছে।