Advertisment

Chhattisgarh Assembly Election 2023

ছত্তিশগড় বিধানসভা নির্বাচন ২০২৩ ছত্তিশগড়ে দুই দফায় ভোট হতে চলেছে। ছত্তিশগড়ের নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী তফসিল অনুসারে, এই নকশাল-প্রভাবিত রাজ্যে ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এরপর ৩ ডিসেম্বর ভোট গণনা হবে। ছত্তিশগড়ে প্রথম দফায় কবিরধাম জেলা, নকশাল প্রভাবিত বস্তার অঞ্চল এবং রাজনন্দগাঁও জেলার বিধানসভা আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় অন্যান্য জেলায় ভোট হবে। ছত্তিশগড়ে কাদের মধ্যে লড়াই ছত্তিশগড় গঠনের পর থেকে রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে শুধু বিজেপি ও কংগ্রেসের মধ্যে। ছত্তিশগড় গঠনের পর রাজ্যে এ পর্যন্ত ৪ বার বিধানসভা নির্বাচন হয়েছে। এর মধ্যে তিনটিতে বিজেপি জিতেছে এবং একটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছে। রাজ্য গঠনের পরে, কংগ্রেসের অজিত যোগী মুখ্যমন্ত্রী হন, এর পরে, ৩ বছর পর রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি সরকার গঠিত হয় এবং তারপরের দুটি নির্বাচনেও রমন সিংয়ের নেতৃত্বে বিজেপি জয়ী হয়। ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেস জিতেছিল এবং তারপরে ভূপেশ বাঘেল মুখ্যমন্ত্রী হন। এবারও ছত্তিশগড়ে লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে। বিজেপি-কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রার্থী কে? সাংসদ ও রাজস্থানের মতো এবার বিজেপি ছত্তিশগড়েও কাউকে মুখ্যমন্ত্রী করেনি। অন্যদিকে কংগ্রেসও একই কৌশল নিয়েছে। দলাদলি দূর করতে কংগ্রেস সম্প্রতি টিএমএস সিং দেওকে রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী করেছে। ছত্তিশগড়ে ভোটার কত? নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ছত্তিশগড়ে মোট ভোটার সংখ্যা দুই কোটি তিন লাখ ৬০ হাজার দুইশত চল্লিশ, যার মধ্যে এক কোটি এক লাখ ২০ হাজার আটশত ত্রিশ জন পুরুষ এবং এক কোটি দুই লাখ ৩৯ জন। হাজার চারশত দশজন মহিলা ভোটার। তিনি জানান, রাজ্যে পরিষেবা ভোটারের সংখ্যা ১৯ হাজার ৮৩৯ জন। এইভাবে, পরিষেবা নির্বাচক সহ, রাজ্যে মোট ভোটার সংখ্যা দুই কোটি তিন লাখ ৮০ হাজার ৭৯ জন।
Advertisment