Advertisment
Mizoram Assembly Election 2023
মিজোরাম বিধানসভা নির্বাচন ২০২৩
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে, সমস্ত বিধানসভা আসনে বিধায়ক নির্বাচনের জন্য ৭ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এরপর ৩ ডিসেম্বর ভোট গণনা হবে। মিজোরামে বিধানসভার মেয়াদ শেষ হবে ১৭ ডিসেম্বর।
মিজোরামের শেষ বিধানসভা নির্বাচনে কে জিতছিল?
উত্তর-পূর্ব এই রাজ্যে ক্ষমতায় রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। গত বিধানসভা নির্বাচনে, মিজো ন্যাশনাল ফ্রন্ট ২৬টি আসন জিতেছিল, জোরাম পিপলস মুভমেন্ট আটটি আসনে এবং কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করেছিল। এর আগে ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পার্টি ৩৪টি আসন জিতেছিল। তখন MNF জিতেছিল ৫টি আসন আর MZPC জিতেছিল ১টি আসনে।
মিজোরামে কাদের মধ্যে লড়াই?
১৯৮৭ সালে মিজোরাম একটি পৃথক রাজ্যে পরিণত হয়। সেই থেকে মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) বা কংগ্রেস সরকার রয়েছে। নতুন রাজনৈতিক দল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) এর উত্থান, তবে উত্তর-পূর্ব রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বে MNF ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার চেষ্টা করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে রাষ্ট্রের উচ্চাভিলাষী 'আর্থ-সামাজিক উন্নয়ন নীতি' (SEDP) এর অধীনে আর্থিক সহায়তা বিতরণের কারণে এবং মায়ানমার, বাংলাদেশ ও মণিপুর থেকে উদ্বাস্তু ও বাস্তুচ্যুত লোকদের যেভাবে সামলানো হয়েছে তার কারণে MNF-এর প্রতিদ্বন্দ্বীদের বাড়তি সুবিধা দিতে পারে।
ISL, আইলিগ জয়ী ইস্ট-মোহন তারকা! নির্বাচনে নেমেই গোল, করলেন বাজিমাত, হলেন MLA
Dec 04, 2023 17:17 IST
2 Min read
বিধানসভা নির্বাচন ২০২৩: ছত্তিশগড়ে বিস্ফোরণে জখম কেন্দ্রীয় জওয়ান, মাও এলাকায় চরম আতঙ্ক
Nov 07, 2023 08:36 IST
1 Min read
Advertisment