Advertisment
Rajasthan Assembly Election 2023
রাজস্থান বিধানসভা নির্বাচন ২০২৩
নভেম্বরের শেষে রাজস্থানে নির্বাচন হতে চলেছে। রাজস্থান বিধানসভা নির্বাচনের তারিখ সম্প্রতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনী প্রক্রিয়ার অধীনে, ২৩ নভেম্বর রাজস্থান বিধানসভার সমস্ত ২০০টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। এরপর ৩ ডিসেম্বর ভোট গণনা হবে।
রাজস্থান বিধানসভা নির্বাচনে কার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা?
রাজস্থানে দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতা চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। এবারও এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। এবার রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে দুই দলের মধ্যেই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে রাজস্থানে প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতার পালাবদল হয়। যদিও কংগ্রেস পার্টি এবং একাধিক সমীক্ষা দাবি করছে, এবার এখানে প্রতিদ্বন্দ্বিতা খুব কঠিন হবে।
রাজস্থান বিধানসভা নির্বাচনে ২০১৮ সালে কী হয়েছিল?
রাজস্থান বিধানসভা নির্বাচন ২০১৮-র আগে, বসুন্ধরা রাজের নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার ছিল। সকলেই আশা করেছিল যে অতীতে বহুবারের মতো রাজ্যের জনগণ কংগ্রেসকে সংখ্যাগরিষ্ঠতা দেবে, কিন্তু ফলাফল যখন আসে তখন কংগ্রেস দল সংখ্যাগরিষ্ঠতা থেকে দুই ধাপ দূরে থাকে। যদিও পরে কংগ্রেস ছোট দল ও নির্দলদের সহায়তায় অশোক গেহলটের নেতৃত্বে রাজ্যে সরকার গঠন করে।
এবার মুখ্যমন্ত্রী কে হবেন?
বসুন্ধরা রাজে দীর্ঘদিন ধরে রাজস্থানে বিজেপির মুখ, কিন্তু বিজেপি এবার তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেনি। এমপির মতো রাজস্থানেও মারুধারার রাজনৈতিক লড়াইয়ে অনেক সাংসদ ও শীর্ষ নেতাকে মাঠে নামিয়েছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। অশোক গেহলট গত ৫ বছর ধরে রাজ্য পরিচালনা করেছেন তবে কংগ্রেস দল এই কৌশলটি শচীন পাইলটকে আকৃষ্ট করতে ব্যবহার করেছে। কংগ্রেস নিরন্তর বলছে, নির্বাচনের পরেই মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দল হারতেই কণ্ঠস্বর সপ্তমে, পরামর্শের সুরে নতুন দাবি, শচীনের নিশানায় কে?
Dec 05, 2023 23:34 IST
2 Min read
তিন রাজ্যে ফুটেছে পদ্ম, বিজেপির জয়ের পথ মসৃণ করেছে দেশের দরিদ্র জেলাগুলি
Dec 05, 2023 10:31 IST
2 Min read
Premium: কৌন বনেগা মুখ্যমন্ত্রী? ভোটে জিতেও তিন রাজ্যে বড় চ্যালেঞ্জ বিজেপির
Dec 05, 2023 09:55 IST
3 Min read
বিজেপির নতুন মুখ রাজকুমারী দিয়া কুমারী কি বসুন্ধরা রাজের বিকল্প হতে পারেন?
Dec 04, 2023 15:29 IST
2 Min read
Advertisment