Advertisment
Telangana Assembly Election 2023
তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ২০২৩
তেলেঙ্গানার ১১৯টি বিধানসভা আসনের জন্য ৩০ নভেম্বর ভোটগ্রহণ হতে চলেছে। এরপর ৩ ডিসেম্বর রাজ্যে ভোট গণনা হবে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, তেলেঙ্গানায় মোট ভোটারের সংখ্যা ৩.১৭ কোটি, যার মধ্যে পুরুষ ও মহিলাদের সংখ্যা সমান অনুপাতে।
তেলেঙ্গানায় গত বিধানসভা নির্বাচনে কী হয়েছিল?
তেলেঙ্গানায় ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কেসিআরের নেতৃত্বাধীন টিআরএস দল ক্লিন সুইপ করেছে। রাজ্যে ১১৯টি আসনের মধ্যে ৮৮টি আসন পেয়েছে টিআরএস। এখানে কংগ্রেস দলকে মাত্র ১৯টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ওয়াইসির দল এআইএমআইএম মাত্র ৭টি আসনে হ্রাস পেয়েছে এবং অন্যান্য দল এবং নির্দলের সংখ্যা ৫টি থেকে গেছে। এর আগে, ২০১৩ সালে রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনেও টিআরএস জিতেছিল। টিআরএস পেয়েছিল ৬৪টি আসন। কংগ্রেস পেয়েছে ২১টি আসন আর টিডিপি পেয়েছিল ১৫টি আসন। এই নির্বাচনে অন্যান্য দল ও স্বতন্ত্রদের জয়ী আসনের সংখ্যা ছিল ২০টি।
বিআরএস কি পারবে হ্যাটট্রিক করতে?
তেলেঙ্গানার টিআরএস এখন বিআরএস হয়েছে। বিআরএসের দাবি, টানা তৃতীয়বারের মতো রাজ্যে সরকার গড়তে চলেছে তারা। একই কথা বলেছেন ওয়াইসি, অন্যদিকে কংগ্রেস দল তার ফেরার অনেক গ্যারান্টি দিয়েছে। তেলেঙ্গানা থেকে বিজেপিরও অনেক প্রত্যাশা রয়েছে। রাজ্যে প্রতিষ্ঠান বিরোধিতা থাকা সত্ত্বেও বিরোধী দলগুলির আপেক্ষিক দুর্বলতা বিআরএসকে সুযোগ দিতে পারে। এখানে কংগ্রেস ও বিজেপি উভয়েই অন্তঃকোন্দল নিয়ে লড়াই করছে। বলা হচ্ছে, বিজেপি সেই গতি হারিয়েছে, যা দলের প্রাক্তন প্রধান বি. তৈরি করেছেন সঞ্জয় কুমার। কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডির স্থলাভিষিক্ত হওয়াকে স্থানীয় পর্যায়ে দলের দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। বিরোধীদের ভোট কংগ্রেস এবং বিজেপির মধ্যে সমানভাবে ভাগ হলে, ত্রিমুখী লড়াই বিআরএসের জন্য উপকারী হবে।
রেভান্থ রেড্ডির থেকেও ধনী তাঁর স্ত্রী, জেনে নিন তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রীর সম্পদের পরিমাণ কত
Dec 07, 2023 15:43 IST
2 Min read
Advertisment