2 ton split ac huge price cut on flipkart: দেড় টনের দামে পান ২ টনের স্প্লিট এসি! ভোল্টাস-স্যামসাং-এলজিতে বিরাট ছাড়ে গরমে পান হাড়হিম শীতলতা

2 ton split ac huge price cut on flipkart: গরমের দাপট বাড়তেই এসির চাহিদা তুঙ্গে। ঠিক এই সময় ফ্লিপকার্ট দিচ্ছে ২ টন স্প্লিট এসিতে বিশাল ছাড়। ভোল্টাস, এলজি, স্যামসাং, ব্লু স্টার, হিটাচি এবং গোদরেজ-সহ একাধিক নামী ব্র্যান্ডের ২ টনের এসিতে পাবেন হাজার হাজার ছাড়।

2 ton split ac huge price cut on flipkart: গরমের দাপট বাড়তেই এসির চাহিদা তুঙ্গে। ঠিক এই সময় ফ্লিপকার্ট দিচ্ছে ২ টন স্প্লিট এসিতে বিশাল ছাড়। ভোল্টাস, এলজি, স্যামসাং, ব্লু স্টার, হিটাচি এবং গোদরেজ-সহ একাধিক নামী ব্র্যান্ডের ২ টনের এসিতে পাবেন হাজার হাজার ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
LG 2025 Model AI Convertible 2 Ton Split AC

দেড় টনের দামে পান ২ টনের স্প্লিট এসি! ভোল্টাস-স্যামসাং-এলজিতে বিরাট ছাড়ে গরমে পান হাড়হিম শীতলতা

2 ton split ac huge price cut on flipkart: তীব্র গরমে দেড় টনের দামে পান ২ টনের স্প্লিট এসি! ভোল্টাস-স্যামসাং-এলজিতে পান দেদার ছাড় 

Advertisment

গরমের দাপট বাড়তেই এসির চাহিদা তুঙ্গে। ঠিক এই সময় ফ্লিপকার্ট দিচ্ছে ২ টন ক্ষমতাসম্পন্ন স্প্লিট এসিতে বিশাল ছাড়। ভোল্টাস, এলজি, স্যামসাং, ব্লু স্টার, হিটাচি এবং গোদরেজ-সহ একাধিক নামী ব্র্যান্ডের ২ টনের এসির উপর  ৪৭% পর্যন্ত ছাড় দিচ্ছে ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট।

গরমে কি আপনিও বাড়ির জন্য নতুন একটি এসি কেনার পরিকল্পনা করছেন?তাহলে এই সেল হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। মে-জুনের প্রচণ্ড গরমে স্বস্তি আনতে পারে এক মাত্র এসি মেশিন'ই।  অনেকেই বাজেটের কথা মাথায় রেখে ১.৫ টন এসি কেনেন। কিন্তু এখন আপনি দেড় টনের দামে পেয়ে যান ২ টনের এসি। সেই সঙ্গে প্রচন্ড গরমে পান আরও বেশি শীতলতা।

ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির আয়ু বাড়বে হুহু করে, গরমে এই সতর্কতা না নিলে চরম বিপদ

Advertisment

ফ্লিপকার্টে বর্তমানে যে কয়েকটি ২ টনের স্প্লিট এসিতে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য:

LG AI কনভার্টেবল ৬-ইন-১ ২ টন স্প্লিট এসি (2025 মডেল)
আসল মূল্য: ৯৫,৯৯০ → ৪২ শতাংশ ছাড়ের পর আপনি এই এসিটি কিনতে পারবেন মাত্র৫৫,৪৯০ টাকাতেই। 
পাশাপাশি এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি পেতে পারেন  ৫,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু।  Flipkart Axis Bank কার্ডে পেমেন্টে পান ৫% ক্যাশব্যাক। 

CARRIER ৬-ইন-১ কনভার্টেবল ২ টন ৩-স্টার এসি (2025 মডেল)
আসল মূল্য: ৮১,৩৯০টাকা। ৩৯ শতাংশ ছাড়ের পর  → আপনি এই এসিটি কিনতে পারবেন মাত্র ৪৮,৯৯০ টাকাতে। ব্যাংক অফার: SBI কার্ডে পেমেন্ট করলে পাবেন ১,২৫০ পর্যন্ত ছাড়। পাশাপাশি এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি পেয়ে যাবেন ৫,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু। 

ভোল্টাস ২ টন ৩-স্টার ইনভার্টার স্প্লিট এসি
আসল মূল্য: ৭৯,৯৯০টাকা → ৪৩% ছাড়ের পর আপনি এই ২ টনের এসি পেয়ে যাবেন মাত্র ৪৫,০০০টাকার আকর্ষণীয় দামে। এক্সচেঞ্জ অফারে পান ৫,৬০০ পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু। 

গোদরেজ ৫-ইন-১ কনভার্টেবল ২ টন এসি (2025 মডেল)
আসল মূল্য ৬১,০০০ টাকা। ২৯% ছাড়ের পর পর এখন মাত্র ৪২,৯৯০টাকায় এই ২ টনের এসি কেনার সুযোগ পাবেন ক্রেতারা।  Flipkart Axis Bank কার্ডে পেমেন্টে আপনি পেয়ে যান ৫% ক্যাশব্যাক। এক্সচেঞ্জ অফারে আপনি আপনার পুরনো এসি এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন  ৬,৭০০টাকা বিনিময় মূল্য। 

মটোরোলা ২ টন ৩-স্টার স্প্লিট এসি (2025 মডেল)
আসল মূল্য ৭৩,৯৯৯ টাকা → ৪৭ শতাংশ ছাড়ের পর মাত্র  ৩৮,৯৯০টাকায় পেয়ে যান মটোরোলা ২ টন ৩-স্টার স্প্লিট এসি। ব্যাংক অফারের মাধ্যমে পেয়ে যাবেন অতিরিক্ত ডিসকাউন্ট। 

হোয়াটসঅ্যাপ থেকে ইমেজ ডাউনলোড করতেই গায়েব টাকা, জালিয়াতি রুখতে কোন বিষয়গুলিতে সতর্ক থাকবেন?

Air Conditioner