/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/jio-re.jpg)
করোনায় ঘরবন্দি মানুষ। অফিস-স্কুল-কলেজে তালা। কিন্তু কাজ কী আর থেমে থাকে? বাড়িতে বসেই অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হচ্ছে কর্মচারীদের। এদিকে বাড়িতে উচ্চ গতিশীল নেটের ব্যবস্থাপনা থাকে না অনেকেরই। তাদের কথা ভেবেই সাধ্যের মধ্যে রিলায়েন্স জিও নিয়ে এসেছে রিচার্জ প্ল্যান।
দ্বিগুন সুবিধা পাওয়া যাবে ওই রিচার্জ প্ল্যানে। ২ জিবি করে ব্যবহার করতে পারবেন প্রতিদিন। প্ল্যানের দাম ২৫১ টাকা । এর বৈধতা ৫১ দিন। এই সুবিধা অবশ্য আগে পাওয়া যেতে ৪৪৪ টাকা এবং সয়মসীমা ছিল ৫৬ দিন। কিন্তু সেই একই সুবিধা প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে।
তবে এই রিচার্জ প্ল্যানে নেই কোনো এসএমএস বেনিফিট, নেই অল ইন ওয়ান প্ল্যানের সুবিধা। বলা যায়, বাড়ি থেকে কাজ করার জন্যই এই প্রয়োজনীয় রিচার্জ প্ল্যান এনেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। এটি অ্যাড অন প্যাক। আপনার ডেটা ফুরিয়ে গেলে আপনি পুনরায় রিচার্জ করতে পারবেন । যার ফলে আপনি কল ও এসএমএসের সুবিধা পাবেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন