Advertisment

'ভ্যালেন্টাইনস ডে অফারে' নিজের প্রিয়জনের জন্য রইল সেরা তিন গেজেটের সন্ধান

গোলাপের সঙ্গে রইল গেজেটের সন্ধানও

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

ভ্যালেন্টাইনস ডে অফারে নিজের প্রিয়জনের জন্য সেরা তিন গেজেটের সন্ধান

আর কিছুদিন বাদেই ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসার দিন। আর সেই উপলক্ষে Samsung (স্যামসাং) নিয়ে হাজির হয়েছে Valentine’s Day offer (ভ্যালেন্টাইনস ডে অফার)। সীমিত সময়ের এই অফারের মহাপর্ব শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত. অফার উপলক্ষে Galaxy Watch 4 মডেলের ওপর থাকছে আকর্ষনীয় অফার। Samsung Valentine’s Day অফারে ক্রেতাদের বড় ছাড়ে  Galaxy Watch 4 ক্রয়ের সুযোগ দিচ্ছে।

Advertisment

Galaxy Watch 4-

Galaxy Watch 4 মডেলের ৪৪ মিমি ব্লুটুথ ভ্যারিয়েন্টটি ২৯,৯৯৯ টাকার পরিবর্তে ২৬,৯৯৯ টাকায় কেনা যাবে। ক্রেতারা এক্সট্রিম স্পোর্টস ব্যান্ড কিনতে পারবেন মাত্র ৯৯৯ টাকায়। এছাড়াও ব্যাঙ্কিং অফারে এই যাবতীয় ইলেকট্রনিক প্রোডাক্ট কেনাকাটার ক্ষেত্রে ৩০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ১২ মাসের নো-কস্ট ইএমআই অপশনও পাওয়া যাবে। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, চলতি অফারে স্যামসাং-এর এই দুর্দান্ত স্মার্টওয়াচটি কেনার ক্ষেত্রে ক্রেতারা ৯,২৪৯ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। সংস্থার ওয়েবসাইট ছাড়াও স্যামসাং-এর এক্সক্লুসিভ স্টোর থেকে এই প্রোডাক্টগুলি কিনতে পারবেন ক্রেতারা। ফলে আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ভালোবাসার মানুষকে খুশি করতে খুব স্বাভাবিকভাবেই স্যামসাং Galaxy Watch 4 কেনার দিকে ক্রেতাদের প্রবল ঝোঁক থাকবে বলেই আশা করা যায়। আপনিও কি এই অত্যাধুনিক স্মার্টওয়াচটিকে পকেটস্থ করার কথা চিন্তাভাবনা করছেন? তাহলে চলুন, ডিভাইসটির স্পেসিফিকেশনের উপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Samsung Galaxy Watch 4-এর স্পেসিফিকেশন

এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৫০ x ৪৫০ পিক্সেল। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে মিলবে ব্লুটুথ v৫.০ সাপোর্ট। এই গ্যাজেটটিতে এক্সিনস ডব্লিউ৯২০ ডুয়াল কোর ১.১৮ গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রয়েছে ১.৫ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ। গ্যালাক্সি ওয়াচ ৪-এ অ্যাক্সিলারোমিটার সেন্সর, ব্যারোমিটার সেন্সর, জাইরো সেন্সর, জিও ম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ইলেকট্রিক হার্ট রেট সেন্সর এবং বায়োইলেকট্রিকাল ইম্পিডেন্স অ্যানালিসিস সেন্সর বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টওয়াচটিতে ৩৬১ এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা ডিভাইসটিকে ৪০ ঘণ্টা পর্যন্ত সক্রিয় রাখতে সক্ষম। Samsung Galaxy Watch 4-এ অন-ডিমান্ড SpO2 ট্র্যাকিং, বডি কম্পোজিশন ট্র্যাকারের সুবিধা মিলবে। উপরন্তু, এই স্মার্টওয়াচটিকে কাজে লাগিয়ে ইসিজি এবং ব্লাড প্রেসারও মাপা যাবে।

Xiaomi 11 Lite NE 5G-

প্রেমের দিবসে উপহার দেওয়ার জন্য আপনি যদি ২০ হাজার রেঞ্জের স্মার্ট ফোনে একটি ভাল ডিল চাইলে Amazon-এর Xiaomi 11 Lite NE 5G হল সেরা বিকল্প। এই ফোনের দাম ৩১,৯৯৯টাকা কিন্তু ডিলে পাওয়া যাচ্ছে ২৮,৯৯৯ টাকায়। অর্থাৎ ফোনে সরাসরি ৩ হাজারের বেশি ছাড় রয়েছে।

সিটি ব্যাঙ্ক কার্ডে পেমেন্ট করলে ২,০০০ টাকার ক্যাশব্যাক রয়েছে এই ফোনে। Axis Miles & More কার্ডের সাথে ১০% বা ১০০০ টাকার এর ইনস্ট্যান্ট ছাড় রয়েছে৷ HSBC কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫% পর্যন্ত ছাড় পাবেন। এই ফোনে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও রয়েছে৷ এই অফারগুলি ছাড়াও নো কস্ট ইএমআই-এর বিকল্পও রয়েছে ফোনে। যাতে আপনি কোনও সুদ না দিয়ে প্রতি মাসে কিস্তিতে এর মূল্য শোধ করতে পারবেন৷

iPad air-

প্রেম দিবসে গার্লফ্রেন্ডকে সেরা উপহার দিতে চাইলে ভেবে দেখতে পারেন আইপ্যাড এয়ারের বিষয়ে। এই ধরনের উপহার কেনার এটাই সেরা সময়। অ্যামাজনে 10.9-ইঞ্চি আইপ্যাড এয়ারে পাবেন সেরা অফার। যাতে আপনি ৫ হাজার টাকা ছাড়ের পরেও ১৪ হাজার টাকার বেশি এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারেন। iPad এয়ারে 64GB ও 256GB-র দুটি বিকল্প পাবেন।

iPad air (64GB) এর দাম ৫৪,৯০০ টাকা। যদিও অফারে এই ডিভাইস ৫১,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। আইপ্যাড এয়ারে ৩% ছাড় রয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা কার্ড ব্যবহার করে কিনলে iPad-এ ১,৭৫০ টাকার সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক পাবেন৷ iPad Air-এ ১৪,৯০০ টাকার এক্সচেঞ্জ অফার রয়েছে, যাতে আপনি একটি পুরানো ট্যাব বা ফোন দিয়ে ১৪,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। এছাড়াও, এই ট্যাবলেটটি কেনার জন্য নো কস্ট ইএমআই-এর বিকল্পও রয়েছে। যাতে আপনি প্রতি মাসে কিস্তিতে কোনও সুদ না দিয়েই আইপ্যাডের খরচ শোধ করতে পারেন। আইপ্যাড এয়ারে ৬টি রঙের সিলভার, স্পেস গ্রে, রোজ গোল্ড, গ্রিন ও স্কাই ব্লু সহ দুটি মডেলের অপশন রয়েছে। যার মধ্যে 64GB ও 256GB ভ্যারিয়েন্ট রয়েছে।

Advertisment