Advertisment

Modern AC: মেকানিকের হাতে ঠকার দিন শেষ, কী সমস্যা জানাবে এসি নিজেই, অবাক করা ফিচার সম্পর্কে জানুন!

স্মার্ট এসি আপনার বেডরুমকে সিমলার মতো ঠান্ডা করার পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়ে আপনার উদ্বেগও দূর করতে সাহায্য করে।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC, Aircondition, AC wifi connectivity, smart diagnose system in AC,

স্মার্ট এসি আপনার বেডরুমকে সিমলার মতো ঠান্ডা করার পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়ে আপনার উদ্বেগও দূর করতে সাহায্য করে।

Smart AC: সময়ের সঙ্গে তাল মিলিয়ে কোম্পানিগুলি বাজারে লেটেস্ট টেকনোলজির AC নিয়ে আসতে শুরু করেছে। স্মার্ট এসির সেরা এই ৫ ফিচার আপনাকে অবাক করতে বাধ্য। স্মার্ট এসি আপনার বেডরুমকে সিমলার মতো ঠান্ডা করার পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়ে আপনার উদ্বেগও দূর করতে সাহায্য করে।

Advertisment

আজকাল স্মার্ট ফিচারের স্মার্ট এসি বাজারে আসতে শুরু করেছে। এই এসিগুলো শুধু আপনার ঘরকে দ্রুত ঠান্ডাই করে না, বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে রাখে। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নিন স্মার্ট এসির স্মার্ট এবং লেটেস্ট এসি ফিচার সম্পর্কে।

প্রচণ্ড দাবদাহে অস্থির মানুষজন। এসি ছাড়া এক মুহূর্ত থাকা যেন সত্যিই কঠিন হয়ে পড়েছে। এসিই একমাত্র গ্যাজেট যা মানুষকে এই প্রচণ্ড গরম থেকে মুক্তি দিতে পারে। আজকাল স্মার্ট ফিচার সম্বলিত এসিও বাজারে আসতে শুরু করেছে। এই এসিগুলো শুধু আপনার ঘরকে দ্রুত ঠান্ডাই করে না, বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে রাখে। এই স্মার্ট এয়ার কন্ডিশনারগুলির এমনই পাঁচটি স্মার্ট ফিচারের সত্যিই অবাক করার মতোই।

১. স্মার্ট অ্যাপ সাপোর্ট

প্রায়ই মানুষ টিভির রিমোটের মতো এসির রিমোট এখানে-ওখানে রেখে সময়ে তা খুঁজে পান না। এমন পরিস্থিতিতে, আপনাকে এসি অন করতে এবং এর তাপমাত্রা সেট করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। এখন সেই সমস্যা অতীত। আপনি বাড়িতে আনতে পারেন একটি স্মার্ট এসি। যাতে রয়েছে স্মার্ট অ্যাপ সাপোর্ট। আপনি এটি আপনার ফোনে ইনস্টল করতে পারেন। এবং স্মার্টফোনের সাহায্যেই এসি অন/অফ থেকে তাপমাত্র নিয়ন্ত্রণ সব কিছুই করতে পারেন।

আরও পড়ুন : < Cheapest Air Conditioner: অসহ্য-ভ্যাপসা গরম থেকে চিরতরে মুক্তি, মাত্র তিন হাজারেই ঘরে আনুন ডুয়াল স্প্লিট এসি >

২. Wi-Fi সংযোগ

আজকাল, ওয়াই-ফাই সংযোগ বৈশিষ্ট্য সহ এসিও বাজারে আসতে শুরু করেছে। আপনি বাড়ির বাইরে থাকলেও এই এসি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দারুণ এক শীতলতা চান তাহলে আপনি সরাসরি বাস-ট্রেন থেকেই আপনার ঘরের এসি চালু করতে পারেন।

৩. গুগল অ্যাসিস্ট্যান্ট এবং আলেক্সা সাপোর্ট

এখন গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যালেক্সা সাপোর্ট সহ এসিও বাজারে আসছে। ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে সহজেই এই ধরনের এসি নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার ভয়েসের নির্দেশে এসি অন-অফ হয়ে যাবে। একইভাবে, আপনি এর তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।

৪. স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল

স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল ফিচার সহ এসিও বাজারে পাওয়া যাচ্ছে। এই এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী ঠাণ্ডা করে। অর্থাৎ, ঘরের তাপমাত্রা যদি ইতিমধ্যেই কম থাকে তাহলে এসি স্বয়ংক্রিয়ভাবে কম ঠান্ডা হতে শুরু করবে। এর ফলে ঘরের তাপমাত্রাও ঠিক থাকবে এবং বিদ্যুৎ বিলও বেশি খরচ হবে না।

৫. স্মার্ট ডায়াগনসিস সিস্টেম

এখন অনেক এসি স্মার্ট ডায়াগনসিস সিস্টেম নিয়ে আসতে শুরু করেছে। এই এসি সরাসরি ব্যবহারকারীকে এসির কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সম্পর্কে তথ্য প্রদান করবে। এটি এসি মেরামতকে আরও সহজ করে তোলে। চোখে ধুলো দিয়ে টেকনিশিয়ানরা এখন আর বেশি টাকা চাইতে পারবেন না।

Tech News Air Conditioner air condition machine maintenance
Advertisment