যখন চিনা অ্যাপ বয়কটে উত্তেজনা তুঙ্গে তখন দেশীয় অ্যাপ লঞ্চ এগিয়ে এসেছে রিলায়েনস জিও। জিও মিট ভিডিও চ্যাটিংয়ে নিরাপদ দেশীয় প্ল্যাটফর্ম নিয়ে এসেছে সংস্থা। JioMeet অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে। নিঃসন্দেহে জুম, গুগল মেট, স্কাইপের সঙ্গে প্রতিদন্ধিতা করতে ভিডিও কলিং প্ল্যাটফর্ম নিয়ে হাজির রিলায়েন্স।ইতিমধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে এই অ্যাপের প্রাপ্ত রেট ৪.৮ ও ৪.৬। অ্যাপটি ১ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ডাউনলোড করেছে।
একটি মিটিংয়ে আপনার ১০০ জন অংশগ্রহণকারী থাকতে পারে। জুমের বিপরীতে, JioMeet ব্যবহার নিখরচায় করা যাবে। আপনি টানা ২৪ ঘন্টা মিটিং করতে পারবেন। ভিডিওর গুণমান থাকবে 720p। আপনার অ্যাপ্লিকেশনটি চালানোর জন্য অ্যান্ড্রয়েড সংস্করণ ৫.০ বা তার বেশি হওয়া দরকার, এছাড়াও ডিভাইসে সর্বনিম্ন ২ জিবি র্যাম থাকতে হবে।
অধিকাংশ ভিডিও কনফারেন্সিং অ্যাপ ইউজারদের মাইক্রোফোন ব্যবহারে সমস্যা দেখা যায়। কিন্তু জিও মিট ব্যবহারের সময় যদি আপনি সেটিংসে গিয়ে মাইক্রোফো সুইচ অন করে নেন, তাহলে সমস্যা হবে না।
এখন যেহুতু বাড়ি থেকে কাজ করতে হচ্ছে, কাজেই মিটিংয়ের মাঝে অবাঞ্চিত কথা চলে যেতে পারে। সেক্ষেত্রে মিউট বটন আগাম অফ রাখতে পারেন। প্রয়োজনে অন করুন।
আপানার ব্যাক্তিগত মিটিং আইডি দেখাতে না চাইলে সেটি অন অফ করতে পারবেন। লক করে রাখতে পারবেন মিটিং। ওয়েটিং রুম অন রাখতে পারবেন।
আপনি যদি মিটিং সঞ্চালন করেন তাহলে আপনার হাতে থাকবে অংশগ্রহণকারীদের অডিও ভিডিও মিউট/আনমিউট করার অপশন।
JioMeet মাল্টি-ডিভাইসে সাপোর্ট করবে। কল করার সময় আপনি নির্বিঘ্নে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে পরিবর্তন করতে পারবেন। ৫ টি ডিভাইস পর্যন্ত সাপোর্ট করবে।
JioMeet এনেছে আরও একটি আকর্ষণীয় ফিচার সেফ ড্রাইভিং মোড। কোথাও যাওয়ার পথে যাদের গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া প্রয়োজন হয় তাদের জন্য এটি সহায়ক।
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Technology News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
দেশনায়ককে শ্রদ্ধার্ঘ্য কেন্দ্রের, হাওড়া-কালকা মেল এখন থেকে 'নেতাজি এক্সপ্রেস'
বিরাটকে সরিয়ে রাহানেকেই টেস্ট নেতা করা হোক, বিতর্ক উসকে বললেন সুপারস্টার
দীর্ঘদিন 'নিরুদ্দেশ' থাকার পর ফের প্রকাশ্যে চিনা ধনকুবের জ্যাক মা
"দালালি বন্ধ করুন!", কাঁথি থানায় ঢুকে আইসিকে ধমক তৃণমূল নেতার
'গো-মাংস' ইস্যুতে দেবলীনার বিরুদ্ধে বিজেপির FIR, স্বামী তথাগতর হুঁশিয়ারি 'কোর্টে দেখা হবে'
'রাস্তায় নেমে ভাম-রাজনীতি করলে, চাটনি করে দেব', শ্রীলেখাকে হুমকি! পালটা দিলেন অভিনেত্রী
মুখ্যমন্ত্রীকে 'অপমান'! সায়নী ঘোষের পুরনো ভিডিও পোস্ট করে মমতাকে 'খোঁচা' তথাগতর
'দলের লোকেরাই ভোটে হারানোর চেষ্টা করছে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক
স্মিথ, মালিঙ্গাকে ছেড়ে দিল রাজস্থান, মুম্বই! কেকেআর দলেও চমক