5 Ways to Use AC Efficiently in Small Room: মিনিটের মধ্যে ঘর হবে সুপার কুল, বিদ্যুৎ বিল নিয়ে নেই কোন টেনশন, জানুন এই স্মার্ট ট্রিকস

How To Use AC Efficiently In Small Room: গরমে মানুষজন যেমন বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় থাকেন তেমনই এসি ছাড়া থাকাটাও রীতিমত কঠিন। বিদ্যুৎ সাশ্রয় আর বেশি কুলিংয়ের জন্য মেনে চলুন এই ৫টি কার্যকর টিপস।

How To Use AC Efficiently In Small Room: গরমে মানুষজন যেমন বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় থাকেন তেমনই এসি ছাড়া থাকাটাও রীতিমত কঠিন। বিদ্যুৎ সাশ্রয় আর বেশি কুলিংয়ের জন্য মেনে চলুন এই ৫টি কার্যকর টিপস।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC Electricity Bill Reduce:stabilizer-used in air conditioner and maintain electricity voltage

এয়ার কন্ডিশনার এখন আর শখ বা বিলাসিতা নয়। বিশ্ব উষ্ণায়নের জেরে এসি এখন সাধারণের কাছে অপরিহার্য্য হয়ে দাঁড়িয়েছে।

 Best Tips To Use AC In Small Room: প্রচণ্ড গরমে নাকাল মানুষজন। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে মানুষের। দেশের একাধিক শহর এখন তাপপ্রবাহের কবলে। এই গরমের হাত থেকে রেহাই দিতে পারে এক মাত্র এসি মেশিন। আপনি কী গ্রীষ্মে কম বিদ্যুৎ বিলের সঙ্গে চান বেশি কুলিং?  আজকের এই প্রতিবেদনে জানুন বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি হাড়হিম ঠাণ্ডা কীভাবে উপভোগ করবেন? 

Advertisment

গরমে মানুষজন যেমন বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় থাকেন তেমনই এসি ছাড়া থাকাটাও রীতিমত কঠিন। বিদ্যুৎ সাশ্রয় আর বেশি কুলিংয়ের জন্য মেনে চলুন এই ৫টি কার্যকর টিপস। 

গ্রীষ্মকালে এসি ছাড়া থাকা কঠিন হয়ে পড়ে। কিন্তু এসির আরাম উপভোগ করতে গিয়ে যদি বিদ্যুৎ বিল আকাশ ছোঁয়া হয়, তাহলে তো মজাটাই মাটি! তাই জেনে নিন এমন ৫টি সহজ টিপস, যেগুলি  আপনাকে দেবে দারুণ ঠাণ্ডা এবং কমাবে বিদ্যুৎ খরচ।

১. তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রির মধ্যে রাখুন
অনেকেই মনে করেন, এসি ১৬-১৮ ডিগ্রিতে চালালেই ভালো ঠাণ্ডা হয়। কিন্তু এতে শুধু বেশি বিদ্যুৎ খরচই হয় না, শরীরের উপরেও পড়ে নেতিবাচক প্রভাব। বিশেষজ্ঞদের মতে, ২৪-২৬°C তাপমাত্রা সবচেয়ে কার্যকর — ঘরও ঠাণ্ডা থাকবে, আবার বিলও কম আসবে।

Advertisment

২. নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন
ধুলোবালি জমে গেলে এসির কুলিং কমে যায় এবং মেশিন বেশি পরিশ্রম করে — এতে বাড়ে বিদ্যুৎ ব্যবহার। তাই প্রতি ১৫ দিন অন্তর ফিল্টার পরিষ্কার করুন। এতে এসির কর্মক্ষমতা বাড়বে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে।

৩. দরজা-জানালা বন্ধ রাখুন
এসি চালানোর সময় দরজা কিংবা জানালা খোলা রাখলে ঠাণ্ডা বাতাস বেরিয়ে যায়। ফলে এসিকে দীর্ঘ সময় চালাতে হয়। ঘর airtight রাখলে কুলিং দীর্ঘস্থায়ী হয় এবং বিলও কম আসে। 

৪. সিলিং ফ্যান ব্যবহার করুন
এসির সঙ্গে যদি সিলিং ফ্যানও চালানো হয়, তাহলে ঠাণ্ডা বাতাস ঘরের প্রতিটি কোণে দ্রুত পৌঁছে যায়। এর ফলে এসি কম সময় চালিয়ে কাঙ্ক্ষিত কুলিং পাওয়া যায়। বিদ্যুৎ বাঁচানোর এটাও একটা স্মার্ট কৌশল।

৫. টাইমার সেট করুন
রাতভর এসি চালালে অনেকটা বেশি বিদ্যুৎ খরচ হয়। টাইমার মোড ব্যবহার করলে এসি নির্ধারিত সময় পর নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এতে ঘুমেও ব্যাঘাত ঘটে না এবং বিলও কমে।

এসির গ্যাস লিকেজের সমস্যা কীভাবে এড়াবেন? এই বিরাট ভুল না করলেই নয়?

Air Conditioner