/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/telecom-3-3.jpg)
২০২০ সাল থেকেই চালু হয়ে যাবে পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্ক
আইআইটি এবং আইআইএস নিল পরীক্ষার দায়
ফোর জি, Volte পরিষেবা সঠিক ভাবে ব্যবহার করে ওঠার আগেই শক্তি সাশ্রয়কর, দ্রুতগতির ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে বৈঠক। তবে এই আভাস মিলেছিল Volte আগমনের সময়ই। টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট বুধবার দেশে ফাইভ জি পরিষেবা চালু করার জন্য ট্রাই (TRAI) সহ স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবে। এ দিনের বৈঠকে টেলিকম সচিব অরুণা সুন্দররাজন এবং নেটওয়ার্ক পরিষেবার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন বলে জানা গেছে। ট্রাই, টেলিকম অপারেটর সংস্থা ছাড়াও এই ইভেন্টটিতে উপস্থিত থাকবে ডিভাইস প্রস্তুতকারী সংস্থা এরিকসন, নোকিয়া ইত্যাদি। তবেই এতেই শেষ নয়, এদিন উপস্থিত থাকবে আইআইটি হায়দরাবাদের ছাত্র-ছাত্রীরাও।
Want to know how #telecom#operators can seamlessly evolve to #5G? Check out our report for key insights ! https://t.co/JPvPDeDelipic.twitter.com/o1K5c2Is8a
— Ericsson India (@EricssonIndia) May 27, 2018
ফাইভ জির নিয়ন্ত্রক পরিষেবা নিয়ে নানা মতামত প্রকাশ করা হবে এই ইভেন্টে। এদিন ভারতের বাজারে এই ফাইভ জির পরিকাঠামো কেমন হবে তার ধোঁয়াশা কাটবে বলে সূত্রের খবর।
গোটা ভারতে সব জায়গায় এখনও ঠিকভাবে থ্রি জি না পৌঁছলেও ফোর জি পেরিয়ে হানা দিয়েছে ফাইভ জি। ভারতে ২০২০ সাল থেকেই চালু হয়ে যাবে পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্ক। ইতিমধ্যেই এর ভবিষ্যৎ যাত্রা নির্ধারণ করার জন্য একটি উচ্চপর্যায়ের ফোরাম গঠন করা হয়েছে। টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট তিন বছরের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সকে এই ফাইভ জি পরীক্ষার ভার দিয়েছে। এই প্রোজেক্টের জন্য এখনও অবধি বরাদ্দ হয়েছে ২২৪ কোটি টাকা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us