Advertisment

ভারতে সাধ্যের দামে iPhone SEতে থাকতে পারে নচ ডিজাইন

২ সেপ্টেম্বর খুব সম্ভবত লঞ্চ হতে চলেছে অ্যাপেলের আসন্ন ফোনটি। ১৪ সেপ্টেম্বর থেকে আগাম বুকিংয়ের জন্য রেজিস্টার করা যাবে বলে জানা গেছে জার্মানির এক সাইটে প্রকাশ হওয়া প্রতিবেদন থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
iphone-se-2-weibo-759

অ্যাপেল এস ই টু

বেশ অনেকদিন ধরেই আসন্ন আইফোন নিয়ে সরগরম গ্যাজেট মহল। যে তথ্য ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তা থেকে জানা গেছে ৬.১ ইঞ্চির LCD ডিসপ্লে থাকবে একটি ফোনে। সূত্রের খবর iPhone SE ক্ষেত্রে LCD ডিসপ্লে বেশ বাজার করেছে কয়েক মাসে।

Advertisment

প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাপেলের Xcode সফটওয়ারের কিছু কোড নাম আছে যেমন ‘iPhone xx’, ‘iPhone9.1’ ডিসপ্লের মডেল নম্বর N84। আকর্ষণীয়ভাবে, কোডটি নির্দেশ করে যে 6.1 ইঞ্চি আইফোনটিতে একটি ডিসিআই-পি 3 এলসিডি LCD দেওয়া হবে। পাশাপাশি iPhone 7 এবং iPhone 7 Plus থাকা A10 চিপসেট থাকবে ফোনটিতে। ডিসপ্লেতে অবশ্য নিজস্ব আউটলুক নচ ডিজাইন থাকবে সঙ্গে ৩ জিবি র‌্যাম।

সূত্রের খবর, iPhone 7 এর মধ্যে যে ধরণের ফিচার রয়েছে তার সমস্তটাই পাওয়া যাবে iPhone SEতে। এ ছাড়া ট্রেন্ডের সঙ্গে তালমিলিয়ে বেজেল লেস নচ ডিজাইন, ফেস আইডি ফিচার ও iPhone 8 এর মত গ্লাস বডি ডিজাইন থাকবে ফোনটিতে। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরার সংখ্যা থাকবে একটি, তবে এই তালিকা থেকে বাদ পরেছে অ্যাপেলের 3D টাচ।

New 6.1-inch Apple iPhone Price and Specification

সূত্রের খবর অনুযায়ী, অ্যাপেল আগামী ওয়ার্লড ওয়াইড ডেভলপার কনফারেন্সে তাঁদের নতুন পকেট-ফ্রেন্ডলি আইফোনটি লঞ্চ করতে চলেছে। আগামী এই আইফোনটি তাঁদের সাশ্রয়ী মডেল এস ই’র দ্বিতীয় সংস্করন হিসাবে প্রকাশ করা হবে। আইফোন এসই টু সম্পর্কে অ্যাপেল মুখে কুলুপ এটেঁ থাকলেও চিনের স্যোশাল মিডিয়া ওয়েবসাইট উইবো’তে একটি ভিডিওর দাবী তাতে দেখানো ফোনটিই আইফোন এসই টু।

অ্যাপল আইফোন টেন ২০১৮ এলসিডি মডেলটিও ডুয়েল-সিম বিকল্পেও পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। তাইওয়ানের ইউনাইটেড ডেইলি নিউজ এর একটি রিপোর্ট দাবি করেছে যে ডুয়াল সিম সংস্করণ শুধুমাত্র চীনেই সীমিত থাকবে।

তবে ওই প্রতিবেদন অনুযায়ী, iPhone X Plus ফোনটিতে থাকতে পারে স্টাইলাস অথবা অ্যাপেল পেনসিল। ৬৪,২৫৬,৫১২ জিবির তিনটি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে iPhone X এর ২০১৮ ভার্সন এবং iPhone X Plus। যার দাম শুরু হতে পারে ৬২,৯৪৩ টাকা থেকে।

অ্যাপেল তাদের আসন্ন ফোনের তৃতীয় ক্যামেরার সেন্সর উন্নত করার জন্য দায়িত্ব দিয়েছে Jesset Taunch Chippak Korea (JSCK) কোম্পানির ওপর। এই ক্যামেরাতে থাকবে 3D স্পেস। ২০১৯ সাল থেকে গণহারে এই ফোনের উৎপাদন শুরু হবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। অ্যাপেলের চাহিদায় সাড়া দিয়েছে Cupertino কোম্পানি। শুধু তাই নয়, অ্যাপেলের ক্যামেরাকে আরও উন্নত করতে হাত বাড়িয়েছে LG Innotek।

সুতরাং, এটা যে গুজব নয় তা পরিষ্কার। ২০১৯ সালে ‌অ্যাপেলের আপকামিং ফোনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা। তাইওয়ানিজ Economic Daily News এ গত এপ্রিল মাসে প্রকাশ হয়েছিল তিনটি ক্যামেরাই হবে ১২ মেগাপিক্সেলের। যার মধ্যে থাকবে 5x অপটিকাল জুম। তবে ট্রিপল ব্যাক ক্যামেরা তৈরিতে যে অ্যাপেলই প্রথম তা নয়। Huawei P20 Pro ও Samsung Galaxy S10 এর পাওয়া যাবে তিনটি রিয়ার ক্যামেরা।

২ সেপ্টেম্বর খুব সম্ভবত লঞ্চ হতে চলেছে অ্যাপেলের আসন্ন ফোনটি। ১৪ সেপ্টেম্বর থেকে আগাম বুকিংয়ের জন্য রেজিস্টার করা যাবে বলে জানা গেছে জার্মানির এক সাইটে প্রকাশ হওয়া প্রতিবেদন থেকে। একই সঙ্গে জানা গেছে, ফোনটি কিনতে পারা যাবে ২১ সেপ্টেম্বর থেকে।

apple
Advertisment