EV Car Protection Tips: গরমে চোখের সামনে দাউদাউ করে জ্বলবে সাধের ইভি, সুরক্ষায় এই কাজ মিস করা যাবে না

EV Car Summer Protection Tips: গরমের হাত থেকে ইভি গাড়িকে কী ভাবে সুরক্ষিত রাখবেন? সামান্য ভুলে হতে পারে মারাত্মক ক্ষতি। তাই আপনি যদি ইভি গাড়ির মালিক হন তাহলে অবশ্যই এই টিপসগুলো মেনে চলুন।

EV Car Summer Protection Tips: গরমের হাত থেকে ইভি গাড়িকে কী ভাবে সুরক্ষিত রাখবেন? সামান্য ভুলে হতে পারে মারাত্মক ক্ষতি। তাই আপনি যদি ইভি গাড়ির মালিক হন তাহলে অবশ্যই এই টিপসগুলো মেনে চলুন।

author-image
IE Bangla Tech Desk
New Update
EV Car buying Tips

গরমের হাত থেকে ইভি গাড়িকে কী ভাবে সুরক্ষিত রাখবেন?

6 Essential Tips for EV Car: গরমের মরশুমে শুধু নিজের যত্ন নিলেই হবে না,খেয়াল রাখতে হবে সাধের ইলেকট্রিক গাড়িটিরও। একটু ভুলের জন্য কিন্তু, দিতে হতে পারে মারাত্মক খেসারত। তাপমাত্রার পারদ চড়লেই অগ্নিকাণ্ডের মতো মারাত্মক ঘটনা ঘটতে পারে। তাই প্রচণ্ড গরমে ইভি গাড়ির সুরক্ষা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ টিপস রইল আপনার জন্য। এক নজরে দেখে নিন কী ভাবে প্রখর রোদের তাপ থেকে আপনার প্রিয় ইভি গাড়িকে সুরক্ষিত রাখবেন। 

Advertisment

গাড়ি সর্বদা গ্যারাজে রাখুন

ইভি গাড়িকে সরাসরি রোদে রাখলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। ফলে গাড়ির ব্যাটারির উপরও চাপ পড়ে। তাই গাড়িটিকে গ্যারেজে বা ছায়ায় পার্ক করতে হবে। গ্যারেজের সুবিধা না থাকলে কোনও বড় গাছের ছায়া বা বিল্ডিং-এর আড়ালে রাখতে পারেন। এতে সূর্যের ইউভি রশ্মি থেকে গাড়ির রংও যেমন রক্ষা পাবে তেমনই গাড়ির ভিতরের তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকবে।

পরিমিত চার্জ দিন

Advertisment

ইভি গাড়ি চার্জ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকা খুবই জরুরি। প্রয়োজনের বেশি চার্জ দেওয়া একেবারেই উচিত নয়। অতিরিক্ত চার্জিং করলে ব্যাটারির উপর চাপ পড়ে। ফলস্বরূপ তাপমাত্রা দ্রুত গতিতে বৃদ্ধি পায় যা অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। তাই গাড়ি চার্জ হয়ে গেলে মনে করে চার্জার খুলে রাখতে ভুলবেন না। 

গাড়ি ঢেকে রাখা প্রয়োজন

গাড়িকে যদি অগত্যা সরাসরি রোদে রাখতে হয় তাহলে অবশ্যই কার কভার দিয়ে ঢেকে রাখতে হবে। রিফ্লেক্টিভ কার কভার গাড়ির উপর সূর্যালোকের প্রভাব কমিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া, গাড়ি ঢাকা থাকলে ধুলোময়লা থেকেও সুরক্ষিত রাখে। ইউভি রে প্রতিরোধক কভার ব্যবহার করা অত্যাবশ্যক। 

কালো কাচ বা টিন্টেড গ্লাস ব্যবহারের পরামর্শ

সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি গাড়ির ভিতরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাই ইভি গাড়িতে সবসময় কালো কাচ বা টিন্টেড গ্লাস ব্যবহার করা উচিত। টিন্টেড গ্লাস প্রায় ৯৯% ইউভি রে ব্লক করতে সক্ষম। ফলে গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং এসি-র উপর কম চাপ সৃষ্টি করে।

এসি ব্যবহারে সতর্কতা

গরমে গাড়ির এসি চালিয়ে আরামদায়কভাবে যাত্রা করাটাই স্বাভাবিক। কিন্তু, এসি ব্যবহারের সময় গাড়ির জানলা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে যাতে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে যেতে না পারে। এসি ব্যবহারের সময় দীর্ঘক্ষণ গাড়ি স্টার্ট অবস্থায় রেখে দিলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়তে পারে। এতে গাড়ির ক্ষতির সম্ভবনা থাকে। 

 ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি

গরমে ইভি গাড়ির ব্যাটারির তাপমাত্রা স্বাভাবিক রাখতে হবে। তার জন্য প্রয়োজনীয় ব্যাটারি কুলিং সিস্টেমের দিকে নজর দেওয়া একপ্রকার বাধ্যতামূলক। অতিরিক্ত গরমে ব্যাটারি দ্রুত গরম হয়ে যায়। এর ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায়। তাই নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।

EV Car Car