Electric scooter: লাইসেন্স, রেজিস্ট্রেশন এখন অতীত, খরচের চিন্তা ভুলে এখন পান আনলিমিটেড রাইডিং

Yo Electron DX: এটি হল এমন একটি ইলেকট্রিক স্কুটার যা এক চার্জে ৬৫ কিমি রেঞ্জ দেয় এবং চালাতে লাগে না লাইসেন্স বা রেজিস্ট্রেশন। দাম শুরু মাত্র ৫৬,০০০ টাকা থেকে।

Yo Electron DX: এটি হল এমন একটি ইলেকট্রিক স্কুটার যা এক চার্জে ৬৫ কিমি রেঞ্জ দেয় এবং চালাতে লাগে না লাইসেন্স বা রেজিস্ট্রেশন। দাম শুরু মাত্র ৫৬,০০০ টাকা থেকে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric scooter: ইলেকট্রিক স্কুটার।

Electric scooter: ইলেকট্রিক স্কুটার। (ছবি- প্রতীকী)

Yo Electron DX: বর্তমানে ভারতের শহরাঞ্চলে পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী যানবাহনের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। সেই জায়গাতেই নতুন আলো ফেলেছে Yobykes কোম্পানির নতুন ইলেকট্রিক স্কুটার – Yo Electron DX। এই স্কুটারটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যা প্রতিদিনের শহুরে যাতায়াতের জন্য একদম আদর্শ। চলুন জেনে নেওয়া যাক কেন এই স্কুটারটি ২০২৫ সালের সেরা চয়েস হতে পারে।

লাইসেন্স বা রেজিস্ট্রেশন লাগবে না!

Advertisment

সবচেয়ে বড় সুবিধা হল, এই স্কুটারটি (Electric scooter) চালাতে আপনার কোনও ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন লাগবে না। তাই স্কুল-কলেজ পড়ুয়া, হাউসওয়াইফ বা সিনিয়র সিটিজেনেরাও এটি সহজে চালাতে পারবেন।

ব্যাটারি ও মোটর:

Yo Electron DX-তে রয়েছে 48V 20Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং 250 ওয়াট BLDC মোটর। এই কম্বিনেশন স্কুটারটিকে একবার চার্জে ৬০-৬৫ কিমি পর্যন্ত চালাতে সাহায্য করে। ফাস্ট চার্জার দিয়ে ঘরেই চার্জ দেওয়া যায় সহজে।

Advertisment

আরও পড়ুন- অফারের বন্যা! HP, Dell, Lenovo, Acer নামি-দামি ল্যাপটপে 'মারকাটারি' ডিল! সবচেয়ে কমে কেনার দুর্দান্ত সুযোগ

ফিচারস ও টেকনোলজি:

এই স্কুটারে রয়েছে:

  • রিভার্স মোড
  • হিডেন LED ডিসপ্লে
  • Sleep Mode
  • 3-in-1 anti-virus HD ফিল্টার
  • ১৫০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স
  • ৬০ ডেসিবেলের কম সাউন্ড লেভেল
  • ফলে একদিকে যেমন দূষণ কমে, তেমনি শব্দদূষণও নিয়ন্ত্রণে থাকে।

ওজন ও ক্ষমতা:

Yo Electron DX-এর কার্ব ওজন মাত্র ৭০ কেজি হলেও এটি অনায়াসে ৭৫ কেজি ওজন বহন করতে পারে। তাই এটি তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্কদের জন্যও উপযোগী।

আরও পড়ুন- এ যেন অফারের সুনামি! প্রিমিয়াম স্মার্টফোনে ৫০ হাজারের ছাড়, ঝড়ের গতিতে বিক্রি

দাম ও প্রাপ্যতা:

এই ইলেকট্রিক স্কুটারটির দাম মাত্র ৫৬,০০০ (এক্স-শোরুম) টাকা। দেশের বিভিন্ন রাজ্যে Yobykes ডিলারশিপে এটি পাওয়া যাচ্ছে। এছাড়াও কোম্পানি ইএমআই (money) ও সাবসিডি-র সুবিধাও দিচ্ছে নির্দিষ্ট এলাকায়।

আরও পড়ুন- ৮-১০ ঘন্টা একটানা চালাচ্ছেন? কত বছর বুক ঠুকে ব্যবহার করতে পারবেন সাধের এসিটি? ৯৯ শতাংশ মানুষই জানেন না

নিরাপত্তা ও গ্যারান্টি:

স্কুটারটিতে রয়েছে অ্যান্টি-রাস্ট ডিজাইন, ডিউ প্রিভেনশন ফিচার এবং ফায়ারপ্রুফ ইলেকট্রিক্যাল বক্স। কোম্পানি ব্যাটারির ওপর দীর্ঘমেয়াদী গ্যারান্টি দিচ্ছে, যা ক্রেতাদের আস্থা বাড়িয়ে তোলে।

আরও পড়ুন- এত কম খরচে কাঁপুনি ধরা ঠান্ডা! বাজারে সুনামি তুলে এল এই স্মার্ট এসি

কম দামে, কম রক্ষণাবেক্ষণ খরচে এবং একাধিক স্মার্ট ফিচার-সহ Yo Electron DX সত্যিই শহরের সাধারণ মানুষের জন্য এক উপযুক্ত ইলেকট্রিক যান। আপনি যদি কোনও ঝামেলাহীন, অর্থ-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্কুটার খুঁজে থাকেন, তবে এই মডেলটি অবশ্যই দেখা উচিত।

Electric scooter India money