Advertisment

Xiaomi 7,500 mAh smartphone: বড় চমক দিতে তৈরি Xiaomi, থাকবে 7,500 mAh ব্যাটারি, স্মার্টফোনের বাজারে ঝড়

বড় চমক দিতে তৈরি চিনা স্মার্টফোন নির্মাতা Xiaomi, শীঘ্রই দেশে একটি একটি শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। শাওমির স্মার্টফোনগুলো মানুষজন দারুণ পছন্দ করেন। চাহিদাও আকাশছোঁয়া। প্রতিযোগিতার বাজারে নিজের ভীত আরও শক্ত করতে বড় ব্যাটারির স্মার্টফোন আনতে চলেছে শাওমি।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Xiaomi, tech news hindi, tech news in hindi, Xioami India, Xiaomi Smartphones, Xiaomi 7500mAh battery smartphones, best Xiaomi smartphones, Xiaomi 5G Smartphones, upcoming xiaomi smartphones,

রিপোর্ট অনুযায়ী, Xiaomiর নয়া স্মার্টফোনে থাকতে চলেছে 7500mAh এর একটি বড় ব্যাটারি।

Xiaomi 7,500 mAh smartphone: বড় চমক দিতে তৈরি চিনা স্মার্টফোন নির্মাতা Xiaomi, শীঘ্রই দেশে একটি একটি শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। শাওমির স্মার্টফোনগুলো মানুষজন দারুণ পছন্দ করেন। চাহিদাও আকাশছোঁয়া। প্রতিযোগিতার বাজারে নিজের ভীত আরও শক্ত করতে বড় ব্যাটারির স্মার্টফোন আনতে চলেছে শাওমি।

Advertisment

রিপোর্ট অনুযায়ী, Xiaomiর নয়া স্মার্টফোনে থাকতে চলেছে 7500mAh এর একটি বড় ব্যাটারি। পাশাপাশি কোম্পানি 100W বা 120W ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে যার মাধ্যমে 7500mAh স্মার্টফোন চার্জ করা যাবে। এই মুহূর্তে চলছে পরীক্ষানিরীক্ষার কাজ।
পরীক্ষা সফল হলে কোম্পানি তার আসন্ন স্মার্টফোনগুলি 7500 mAh ব্যাটারি সহ লঞ্চ করতে পারে। কোম্পানি 5500 mAh ব্যাটারি সহ চিনে তাদের স্মার্টফোন Redmi K70 Ultra লঞ্চ করেছে। যেখানে ভারতে, কোম্পানি Redmi Note 13 Pro Plus স্মার্টফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা অফার করে।

আরও পড়ুন - < Ola Electric Bike: Ola ই-বাইকের জাদু! নাম মাত্র খরচে উপভোগ করুন ননস্টপ রাইড, দুর্দান্ত ফিচার্সের সঙ্গে পান সেরা ডিজাইন >

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, 7500mAh ব্যাটারির পরীক্ষা সফল হলে এই ব্যাটারিটি 100 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাহায্যে মাত্র ৬৩ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। একই সাথে, 7000 mAh ব্যাটারি এবং 120 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে এটি মাত্র ৪০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। যেখানে 6500 mAh ব্যাটারি যদি 100 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিতে চার্জ করা হয়, তবে এটি মাত্র ৪৯ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

যদি বড় 6000 mAh ব্যাটারি 120 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিতে চার্জ করা হয়, তাহলে ফোনটি মাত্র ৩০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এতে করে ভবিষ্যতে বড় ব্যাটারির স্মার্টফোনগুলো দ্রুত চার্জ হতে শুরু করবে।

xiaomi 5G smartPhone
Advertisment