এত গরম আগে কোনোদিনও দেখেনি আন্টার্কাটিকা। দক্ষিণ মেরুর উত্তর প্রান্তের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে বিশালাকার চাঁই চাঁই হিমবাহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। ক্রমশ গলতে শুরু করেছে সেই সব ভগ্ন বরফ। গ্লসিয়াপগুলি ভেঙে গিয়ে ক্রমশ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। ফলত বাড়তে চলেছে জল-স্তর। সমুদ্র তীরবর্তী একাধিক শহর তলিয়ে যাওয়ার প্রবল শঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা।
Advertisment
১৯৩ সদস্যের ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন গত সপ্তাহে জানায় আন্টার্টিকা অসুস্থ হয়ে পড়েছে। তাঁর গা গরমে ক্রমশ তেতে উঠছে। উষ্ণায়নের কারণে এবছরের তাপমাত্রা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
ডব্লিউএমও-র মুখপাত্র ক্লেয়ার নুলিস বলেছেন, ‘‘গ্রীষ্মেও কোনও দিন আন্টার্কটিকার তাপমাত্রা এতটা বেড়ে যায়নি। এমনকি, তা তিন বছর আগের রেকর্ডকেও (১৭.৫ ডিগ্রি সেলসিয়াস) ভেঙে দিয়েছে।’’
বাড়ছে জলস্তর
নুলিস এও জানিয়েছেন, সুমেরু নয়, পৃথিবীতে সবচেয়ে দ্রুত হারে গরম হচ্ছে আন্টার্কটিকাই (কুমেরু)। তার ফলে, আগামী এক বা দুই শতকে সমুদ্রের জল-স্তর উঠে আসবে অন্তত ৩ মিটার বা ১০ ফুট। ছয় গুণ বরফ গলা বেড়ে গিয়েছে।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন