9% interest: নতুন বছরের শুরুতেই ফিক্সড ডিপোজিট (এফডি) থেকে পান আকর্ষণীয় রিটার্ন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৫ সালে সুদের হার কিছুটা কমাতে পারে। তবে বেশ কয়েকটি ব্যাঙ্ক বর্তমানে FD-তে আকর্ষণীয় সুদের হার অফার করছে।
ফিক্সড ডিপোজিট (FD) অ্যাকাউন্ট খোলার আগে, আমানতকারীরা সাধারণত তাদের স্থায়ী আমানতের উপর ব্যাঙ্কের দেওয়া সুদের হারের তুলনা করেন। সাধারণভাবে ব্যাঙ্কগুলি তিন বছরের এফডিতে এক বছরের থেকে বেশ খানিকটা বেশি সুদ দিয়ে থাকে। আমানতকারীরা সেই ব্যাঙ্ককেই বেছে নেয় যে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে বেশি সুদ প্রদান করে। ব্যাঙ্ক বিশেষে সুদের হারে পার্থক্য হয়।
বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলেছে, সকলের কাছেই তা একটা প্রধান চিন্তার বিষয়। মূল্যবৃদ্ধির এই বাজারে সকলেই চায় এমন কোনও জায়গায় বিনিয়োগ করতে, যেখানে বিনিয়োগ করলে সুরক্ষিত ভাবে ভাল টাকা রিটার্ন পাওয়া সম্ভব। আজকের এই প্রতিবেদনে দেখে নিন সেই সব ব্যাঙ্ক, স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং বেসরকারি ব্যাঙ্কের তালিকা যেসকল আর্থিক প্রতিষ্ঠান ফিক্সড ডিপোজিটের উপর প্রায় ৯ শতাংশ সুদ প্রদান করে।
স্মল ফাইন্যান্স
- নর্থইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ৫৪৬ দিন থেকে ১১১১ দিন মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর ৯% সুদ প্রদান করে।
- ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক: ১০০১ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের উপর ৯ % সুদ প্রদান করে।
- জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এক বছর থেকে তিন বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৮.২৫% সুদ প্রদান করে
- Equitas Small Finance Bank: ৮৮৮ দিনের এফডির উপর ৮.২৫ % সুদ অফার করে।
- Suryoday Small Finance Bank: ২ বছর থেকে ৩ বছরের মেয়াদের জন্য ৮.৬০ % সুদ প্রদান করে
- AU Small Finance Bank: ১৮ মাসের জন্য সুদের হার ৮.০০%
Ujjivan Small Finance Bank: ১২ মাসের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ৮.২৫ % - Utkarsh Small Finance Bank: ২ বছর থেকে ৩ বছরের মেয়াদের স্থায়ী আমানতের উপর সুদের হার ৮.৫০ %;
অনেক বেসরকারি ব্যাংক আকর্ষণীয় হারে সুদ অফার করে
- বন্ধন ব্যাঙ্ক: এক বছরের মেয়াদে স্থায়ী আমানতের উপর সুদের হার ৮.০৫ %
- DCB ব্যাংক: ১৯ থেকে ২০ মাসের স্থায়ী আমানতের উপর সুদের হার ৮.০৫ %
- RBL ব্যাঙ্ক: ৫০০ দিনের মেয়াদে স্থায়ী আমানতের উপর সুদের হার ৮.০০%
- IDFC ফার্স্ট ব্যাঙ্ক: ৪০০ থেকে ৫০০ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর সুদের হার ৭.৯০ %
- IndusInd Bank: এক বছর ৫ মাস থেকে এক বছর ৬ মাসের কম সময়ের সুদের হার ৭.৯৯%
- HDFC ব্যাঙ্ক: ৫৫ মাসের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ৭.৪০%
- ICICI ব্যাঙ্ক: ১৫ মাস থেকে ২ বছরের মেয়াদের স্থায়ী আমানিতের উপর সুদের হার ৭.২৫ %
পাবলিক সেক্টর ব্যাংক
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: ৩৩৩দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার ৭.৩৫%
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া:৪০০ দিনের মেয়াদে ৭.৩০ % হারে সুদ প্রদান করে।
- ব্যাঙ্ক অফ বরোদা: ৪০০ দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার ৭.৩০ %
কানাড়া ব্যাঙ্ক: ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের জন্য ৭.৪০% - ইন্ডিয়ান ব্যাঙ্ক: ৪০০ দিনের স্থায়ী আমানতের উপর সুদের হার ৭.৩০% -
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৪৪৪ দিনের এফডিতে সুদের হার ৭.২৫%
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: ৪০০ দিনের মেয়াদের স্থায়ী আমানতের উপর সুদের হার ৭.২৫ %