সৌরজগতে বৃহস্পতির উপর আছড়ে পড়ে বৃহদাকার এখন গ্রহাণু। যার ছবি ও ভিডিও গ্রহণ করেছেন মহাকাশ বিজ্ঞানী এথান চ্যাপেল। সেই ভিডিও শেয়ার করেছে টুইটারে। গ্রহের বাঁ দিকের নীচে হঠাত্ৎই দেখা যায় একটি ছোট সাদা স্পট, যা জ্যোতির্বিজ্ঞানী তাঁর সেলেস্ট্রন ৮ টেলিস্কোপ ব্যবহার করে ধরেছিলেন। যেটি দেখার পর মনে করা হচ্ছে এক বিশালাকার গ্রহাণু ধেয়ে এসেছে বৃহস্পতির মাটিতে।
এই ঘটনা অবশ্য দ্বিতীয় পর্যবেক্ষকের দ্বারা নিশ্চিত হওয়া বাকি রয়েছে। প্ল্যানেটের দক্ষিণ নিরক্ষীয় বেল্ট (এসইবি) আলোর ঝলক লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন: পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে বিশালাকার গ্রহাণু!
তার ওয়েবসাইট চ্যাপেল অ্যাস্ট্রোর টুইটার হ্যান্ডেল থেকে পৃথক টুইট করে জ্যোতির্বিজ্ঞানী নিশ্চিত করেছেন যে আগস্টের ৭ তারিখ বিকেল ৪.০৭ নাগাদ দেখা যায়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/1-11.jpg)
Read the full story in English