Advertisment

পৃথিবীতে বিক্রি হচ্ছে চাঁদের টুকরো, দাম শুনলে আঁতকে উঠবেন

বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেন যেটি চাঁদের পাথর কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো স্পেস মিশনে মহাকাশযানে চাঁদ থেকে নিয়ে আসা পাথরের সঙ্গে এই পাথরের নমুনা তুলনা করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ডান দিকে প্রতীকী ছবি

গাঁটের কড়ি খরচ করলে হাতে পাবেন চাঁদের টুকরো। হাতের মুঠোয় চাঁদ, অনুভূতিটা অন্যরকম তো বটেই। কিন্তু এর জন্য আপনাকে খরচ করতে হবে, ভারতীয় মুদ্রা অনুযায়ী, ২২ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার টাকা। বৃহস্পতিবার এটি নিলামে ওঠে।

Advertisment

ক্সিস্টির বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাসের প্রধান জেমস হিসলাপ বলেন, আপনার হাতে থাকা এমনকি টুকু যার অভিজ্ঞতা আপনি কোনদিনও ভুলতে পারবেন না। চাঁদের ওই চক্রটির ওজন ১৩.৫ কেজি। জানা গিয়েছে, ধূমকেতুর সঙ্গে সংঘর্ষ লাগার কারণে এই টুকরো সৃষ্টি হয়। পরবর্তীকালে টুকরোটি পৃথিবীতে এসে পড়ে। প্রথমে সাহারায় এসে পড়েছিল চাঁদের এই টুকরোটি। প্রথম কোন এক অচেনা ব্যক্তি এটি খুঁজে পায়। এটি প্রথম কোনো ঘটনা নয়, সাহারায় এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে।

publive-image চাঁদের টুকরো

পৃথিবীতে পাওয়া একটি চাঁদের পঞ্চম বৃহত্তম টুকরো। পৃথিবীতে এখনও অবধি মাত্র ৬৫০ কেজি পাথর রয়েছে। হিসলপ বলেন, চাঁদের টুকরোটি ফুটবলের আকারের। এটি বিরল দেখতে। তিনি আরো বলেন বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেন যেটি চাঁদের পাথর কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো স্পেস মিশনে মহাকাশযানে চাঁদ থেকে নিয়ে আসা পাথরের সঙ্গে এই পাথরের নমুনা তুলনা করা হয়েছিল।

Read the full story in English

moon
Advertisment