Aadhaar card download from whatsapp: এখন WhatsApp এই Aadhar Card, এক ক্লিকেই মুসকিল আসান

Aadhaar card download from whatsapp: আধার কার্ড এখন সব থেকে প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিং বা যে কোন জরুরি প্রয়োজনে আধার নম্বর বাধ্যতামূলক।

Aadhaar card download from whatsapp: আধার কার্ড এখন সব থেকে প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিং বা যে কোন জরুরি প্রয়োজনে আধার নম্বর বাধ্যতামূলক।

author-image
IE Bangla Tech Desk
New Update
Aadhaar card download from whatsapp

এক ক্লিকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আধার কার্ড ডাউন লোড করতে পারবেন। জেনে নিন সহজ এই পদ্ধতি।

Aadhaar card download from whatsapp: আধার কার্ড এখন সব থেকে প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিং বা যে কোন জরুরি প্রয়োজনে আধার নম্বর বাধ্যতামূলক। অনেক সময় হঠাৎ করেই  আধার নম্বর বা আধার কার্ডের প্রয়োজন পড়ে। সেই সময় আধার ডাউন লোড ছাড়া কোন বিকল্প থাকে না। এখন আপনি কেবল এক ক্লিকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আধার কার্ড ডাউন লোড করতে পারবেন। জেনে নিন সহজ এই পদ্ধতি। 

Advertisment

আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে এই ফিচার্সটি আপনার জন্য বিশেষ কার্যকর। বিশেষ এই ফিচার্সের সাহায্যে আপনি সহজেই যেকোনো সময় হোয়াটসঅ্যাপ থেকে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারেন। এর জন্য আপনাকে কেবল এই ছোট প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।

সাধারণ মানুষের সুবিধার্থে কয়েক বছর আগে Meity DigiLocker পরিষেবা শুরু করেছিল। ডিজিলকারে ডকুমেন্ট ডিজিটাল ফরম্যাটে রাখা যেতে পারে। আপনি আপনার সমস্ত গুরুত্বপূর্ণ নথি রাখতে পারেন। আপনি হোয়াটসঅ্যাপেও একই রকম সুবিধা পেতে পারেন। যার মাধ্যমে আপনি যেকোনো সময় আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপে একটি নম্বর সেভ করে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারেন।

হোয়াটসঅ্যাপ থেকে আধার কার্ড ডাউনলোড করতে 
প্রথমে আপনার ফোনে MyGov HelpDesk এর যোগাযোগ নম্বর +91-9013151515 সেভ করুন। এবং কন্ট্যাক্ট লিস্ট রিফ্রেশ করুন। 
এখনই MyGov HelpDesk এর সাথে আপনার চ্যাট শুরু করুন। হাই লিখে পাঠান। 
এর পরে চ্যাটবক্স আপনাকে DigiLocker এবং Cowin পরিষেবার মধ্যে একটি বিকল্প নির্বাচন করতে বলবে। এতে আপনি ডিজিলকার পরিষেবা নির্বাচন করুন।
আপনার কাছে জানতে চাওয়া হবে আপনার কি ডিজিলকার অ্যাকাউন্ট আছে? যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে হ্যাঁ-তে ক্লিক করুন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে DigiLocker অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন।
এর পরে ১২ সংখ্যার আধার কার্ড নম্বরটি এন্টার করুন। নম্বরটি যাচাই করার জন্য আপনার মোবাইলে OTP পাঠানো হবে।
OTP লিখুন। OTP এন্টার করার পর, আপনি আপনার DigiLocker-এর সাথে সংযুক্ত সমস্ত নথি দেখতে পাবেন। 

Advertisment

আধার কার্ড বিকল্পটি নির্বাচন করতে, 1 লিখে পাঠান। এর পরে আপনার আধার কার্ড পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড হবে। এই প্রক্রিয়াটি অনুসরণ করার পরে আপনি আধার কার্ড সহজেই ডাউনলোড করতে পারবেন। আপনি পিডিএফটি সেভ করে করে আপনার কাছে রেখে দিতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনি একবারে শুধুমাত্র একটি ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, এই প্রক্রিয়ার সাহায্যে, আপনি শুধুমাত্র DigiLocker-এর সাথে সংযুক্ত নথিগুলি ডাউনলোড করতে পারবেন।

Whatsapp Aadhaar Card