Advertisment

আধার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

How to Apply, Update and Download Aadhaar Card Online: UIDAI বায়োমেট্রিক এবং জনসংখ্যান তথ্য তাদের ডাটাবেসে মজুত রেখেছে। গোটা ভারতেই বাধ্যতামূলক করা হয়েছে আধার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, সিম কার্ড পেতে বা যেকোনো ক্ষেত্রেই প্রয়োজন আধার নম্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

How to Apply, Download & Update Aadhaar Card Online in Bengali: ১২ সংখ্যার আধার নম্বর, যা আপনার নাগরিকত্বের প্রমাণপত্র। UIDAI (Unique Identification Authority of India) কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত। UIDAI বায়োমেট্রিক এবং জনসংখ্যানের তথ্য তাদের ডাটাবেসে মজুত রেখেছে। গোটা ভারতেই বাধ্যতামূলক করা হয়েছে আধার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, সিম কার্ড পেতে বা যেকোনো ক্ষেত্রেই প্রয়োজন আধার নম্বর।

Advertisment

সম্প্রতি বাধ্যতামূলক করা হয়েছে আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ। জনসংখ্যা ভিত্তিক বিষয়ের সমগ্র তথ্যের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন আধার কার্ড। অধিকাংশ ক্ষেত্রেই নামের বানান, জন্মতারিখ, অথবা আপনি যদি ঠিকানা বদলে ফেলেন, সেক্ষেত্রে সঠিক ঠিকানা আপডেট করার প্রয়োজন হয়। এখন আধার কার্ডে এই ধরণের বিষয় বদলানোর প্রয়োজন থাকলে তা বাড়িতে বসে সহজেই অনলাইনে  করে ফেলতে পারেন।

১) আধার কার্ড কী?

আধার কার্ডের ১২ টি সংখ্যা, ভারতের অধিবাসী যাচাইকরণে সহায়তা করে। আধারে থাকে ডেমোগ্রাফিক নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা, বায়োমেট্রিক তথ্যের ক্ষেত্রে দশ আঙ্গুলের ছাপ, দুই আইরিস স্ক্যান, এবং মুখের ছবি।

২) কেন প্রয়োজন আধার কার্ড ?

মূলত এটি একটি পরিচয় পত্র। আধারসংখ্যা ব্যবহার করে যাচাইকরণ প্রক্রিয়া চালানো হয়।

৩) কেমন করে আবেদন করবেন আধার কার্ড ?

ভারতের যে কোনও জায়গায় অনুমোদিত যে কোনও আধার তালিকাভুক্তি কেন্দ্রে আপনার পরিচয় পত্র ও ঠিকানার প্রমাণ পত্র নিয়ে যান। সেখান থেকে বিনামূল্যে আধার কার্ড আবেদনের ফর্ম পাবেন। কিংবা ওয়েবসাইট থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। তবে সময় বাঁচানোর জন্য অনলাইনে ফর্ম ডাউনলোড করে তা ভর্তি করে একবারেই আধার কার্ড কেন্দ্রে যেতে পারেন।

৫) কেমন করে ডাউনলোড করবেন আধার কার্ড?

UIDAI ওয়েবসাইটে গিয়ে মাই আধার অপশনে ক্লিক করলে যে তালিকা খুলে যাবে, সেখানেই রয়েছে ডাউনলোড অপশন।

৬) কেমন করে আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করবেন ফোন নম্বর ?

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করাটা এখন অত্যন্ত জরুরী। আর সেটা যদি এখনও না করা থাকে তাহলে আধারের তথ্য লিঙ্ক করা বা কোনও কিছু বদল করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে৷ আধার কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার তথ্যের সঙ্গে মোবাইল নম্বর আপডেট করান। এছাড়া অনলাইনেও ফোন নম্বর যুক্ত করতে পারবেন৷  এর জন্য একটি ফর্ম ডাউনলোড করতে হবে৷ ওয়েবসাইটে ক্লিক করলেই দেখতে পাবেন Update/Correction ফর্মের একটি অপশন রয়েছে৷ সেটিতে ক্লিক করে ডাউনলোড করুন৷ ফর্মের মধ্যে মোবাইল নম্বরসহ বাকি তথ্য লিখুন৷ এরপর ফর্মটি আধার অফিসের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন৷

৭) কেমন করে আপডেট করবেন আধার কার্ড?

অধিকাংশ ক্ষেত্রেই নামের বানান, জন্মতারিখ, অথবা আপনি যদি ঠিকানা বদলে ফেলেন, সেক্ষেত্রে সঠিক ঠিকানা আপডেট করার প্রয়োজন হয়। এখন আধার কার্ডে এই ধরণের বিষয় বদলানোর প্রয়োজন থাকলে তা বাড়িতে বসে সহজেই অনলাইনে আপডেট করে ফেলুন। আপনার নতুন ঠিকানাটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপডেট করতে পারেন। রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে UIDAI এর সাইটে ঢুকে আপডেট করে নিন। অবশ্যই প্রথমে লগ ইন করতে হবে।আপনার যদি বৈধ ঠিকানার প্রমাণপত্র না থাকে তবে আপনি এখনও ইউআইডিএআই দ্বারা প্রেরিত ঠিকানা যাচাইকরণের সহায়তায় আপনার ঠিকানা অনলাইনে আপডেট করতে পারেন।

আধার ধারকের শুধুমাত্র ঠিকানা অনলাইনে সংশোধন / আপডেট করা যাবে। কোনোরকম বায়োমেট্রিক বা অন্যান্য জনসংখ্যান তথ্য যেমন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, সম্পর্ক, মোবাইল নম্বর এবং ইমেল আপডেট করতে নিকটবর্তী এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে যেতে হবে।অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপডেট করা যাবে বিনামূল্যে। যদি আপনি আপডেটের জন্য এনরোলমেন্ট বা আপডেট কেন্দ্রে যান তবে আপনাকে টাকা দিতে হবে। আপডেট পিছু খরচ ২৫ টাকা।

৮) কেমন করে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন আধার কার্ড?

সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে, প্যান কার্ড , ড্রাইভিং লাইসেন্স , ব্যাঙ্ক , মোবাইল প্রতিটি ক্ষেত্রে আপনার আধার নম্বর থাকা বাধ্যতামূলক। কিন্তু কোনও সংস্থার কাছে গিয়ে কিংবা অন্য কারও মাধ্যমে কেন এই কাজটি করবেন? আপনি নিজেই অনলাইন এই কাজটি করে ফেলতে পারেন। তাও আবার sms –এর মাধ্যমে। কীভাবে করবেন? UIDPAN লিখে তারপর স্পেস দিয়ে ১২ সংখ্যার আধার নম্বর তারপর আবার স্পেস দিয়ে ১০ সংখ্যার প্যান নম্বর লিখে পাঠিয়ে দিন ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে। এ ক্ষেত্রেও সংযুক্তিকরণ সম্পন্ন হবে সহজেই।

UIDPAN<12-digit Aadhaar><10-digit PAN>

উদাহরণ হিসাবে UIDPAN 444555666777 BBBCA3333J

ঘরে বসেই ইনকামট্যাক্স ই ফাইলিং পোর্টালের মাধ্যমে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন আপনি। পোর্টাল খোলার পর “link Aadhaar”-এ ক্লিক করলে, নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে যথাস্থানে আপনার আধার নম্বর ও প্যান কার্ডের নম্বর ও নাম নথিভুক্ত করুন। পাশাপাশি আধারে যদি জন্মতারিখের উল্লেখ থাকে তাহলে ক্লিক করুন চেক বক্সে। তারপর স্ক্রিনে আসা ক্যাপচা যথা স্থানে লিখে ফেলুন। এছাড়া বেছে নিতে পারেন ওয়ান টাইম পাসওয়ার্ড পদ্ধতিও। তারপর ক্লিক করুন ‘লিঙ্ক আধার’-এ ।

Aadhaar Card
Advertisment