আধার কার্ডে নামের প্রথম অক্ষরটাই ভুল? বাড়িতে বসে কীভাবে মাত্র ২ মিনিটেই সংশোধন করবেন?

আধার কার্ডে নামের বানান ভুল হলে নানা গুরুত্বপূর্ণ কাজে সমস্যায় পড়তে হয়। সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট তৈরি, প্যান-আধার লিঙ্ক করা কিংবা সন্তানের স্কুলে ভর্তি—প্রায় প্রতিটি ক্ষেত্রেই আধার এখন অপরিহার্য পরিচয়পত্র।

আধার কার্ডে নামের বানান ভুল হলে নানা গুরুত্বপূর্ণ কাজে সমস্যায় পড়তে হয়। সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট তৈরি, প্যান-আধার লিঙ্ক করা কিংবা সন্তানের স্কুলে ভর্তি—প্রায় প্রতিটি ক্ষেত্রেই আধার এখন অপরিহার্য পরিচয়পত্র।

author-image
IE Bangla Tech Desk
New Update
Aadhaar Update

Aadhaar Update: আধার বায়োমেট্রিক আপডেট।

আধার কার্ডে নামের বানান ভুল হলে নানা গুরুত্বপূর্ণ কাজে সমস্যায় পড়তে হয়। সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট তৈরি, প্যান-আধার লিঙ্ক করা কিংবা সন্তানের স্কুলে  ভর্তি—প্রায় প্রতিটি ক্ষেত্রেই আধার এখন অপরিহার্য পরিচয়পত্র। এমন পরিস্থিতিতে নামের একটি ছোট ভুলও বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে।

Advertisment

তবে চিন্তার কিছু নেই। এখন ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে আধার কার্ডে নাম সংশোধন করা সম্ভব। এর জন্য কোনও আধার সেবা কেন্দ্রে যেতে হবে না, মোবাইল ফোনের মাধ্যমেই কাজ সম্পন্ন করা যাবে।

এর জন্য প্রথমে UIDAI-এর সরকারি ওয়েবসাইট uidai.gov.in-এ যেতে হবে। সেখান থেকে My Aadhaar বিভাগে গিয়ে Update Aadhaar-এ ক্লিক করতে হবে। এরপর ১২ সংখ্যার আধার নম্বর ও নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। মোবাইলে প্রাপ্ত OTP প্রবেশ করিয়ে লগইন সম্পূর্ণ হওয়ার পর Update Demographics Data বিকল্পে যেতে হবে।

Advertisment

এখান থেকে সংশোধনযোগ্য তথ্য বেছে নেওয়া যাবে—যেমন নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি। নাম পরিবর্তনের ক্ষেত্রে সঠিক বানান সাবধানে লিখতে হবে এবং জমা দেওয়ার আগে ভালোভাবে পরীক্ষা করতে হবে। এরপর প্যান কার্ড, ভোটার আইডি বা পাসপোর্টের মতো বৈধ নথি আপলোড করতে হবে। অনুরোধ জমা দেওয়ার পর একটি SRN (Service Request Number) জারি হবে, যার মাধ্যমে আপডেটের অবস্থা ট্র্যাক করা যাবে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নাম সংশোধনের সময় শুধুমাত্র বৈধ নথি ব্যবহার করা উচিত। UIDAI নিয়ম অনুযায়ী, জীবনে সর্বোচ্চ দু’বার নাম পরিবর্তন করা যায়। তাই একবারেই সঠিক তথ্য দিয়ে সংশোধন করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন-আপনার বাড়িতে কি ওয়াইফাইয়ের কাছে এই জিনিসগুলি আছে?

Aadhaar Card Aadhaar