Advertisment

জেনে নিন কেমন করে ডাউনলোড করবেন আপনার আধার কার্ড

UIDAI E Aadhaar Card Download Online: আধার কার্ড হারিয়ে গেলেও চিন্তা নেই। UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে মজুত রয়েছে আপনার ই-আধার কার্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নতুন নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি যাচাইকরণে আধারের প্রয়োজনীয়তা নিয়ে অর্ডিন্যান্স আনার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। এই অর্ডিন্যান্স জারি হয়ে গেলে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোনের নতুন কানেকশন নেওয়ার ক্ষেত্রে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে পরিচয় প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন আধার কার্ড। তবে আধার নম্বর নথিভুক্ত করতে না চাইলেও আপনাকে পরবর্তী পরিষেবা দেওয়া হবে। অর্থাৎ আধার সংযোগ বাধ্যতামূলক থাকবে না, গ্রাহকের ইচ্ছার ওপর নির্ভর করবে।

Advertisment

৪ জানুয়ারি লোকসভায় এই বিল পাস হয়ে গেলেও রাজ্যসভায় এখনও স্থগিত রয়েছে। মন্ত্রিসভায় বৈঠকের পর আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, ক্যাবিনেট আধার ব্যবহারের সংশোধনী বিলের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে । আধারের সংশোধনী বিলে বলা আছে, যাঁরা আধার ব্যবহার করবেন, তাঁদের নির্ধারিত সমস্ত নিয়ম মেনে চলতে হবে। তা লঙ্ঘন করলে কঠোর জরিমানা হবে। কোনোভাবেই আধার এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংস্থা নিজের কাছে মজুত রাখতে পারবে না।

আরও পড়ুন: বাড়িতে বসে আপডেট করুন নিজের আধার কার্ড, জেনে নিন কীভাবে

অন্যদিকে, বর্তমানে আপডেট করার পর আধার কার্ড ডাউনলোড করার অপশনও পাওয়া যাবে। ডাউনলোড করা আধার কার্ড, আপনার UIDAI ই-আধার কার্ড। সুতরাং আধার কার্ড হারিয়ে গেলেও চিন্তা নেই। UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে মজুত রয়েছে আপনার ই-আধার কার্ড।

ই-আধার কার্ড ডাউনলোড করতে প্রথমে রেজিস্টার করতে হবে আপনার মোবাইল ফোন নম্বর। সেই নম্বরে ওয়ানটাইম পাসওয়ার্ড পাঠানো হবে। নাম, জন্মতারিখ ও পাসওয়ার্ড নথিভুক্ত করলে পেয়ে যাবেন আপনার ই-আধার কার্ড।

To download E-Aadhaar, follow these steps:

১) প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন, https://uidai.gov.in/

publive-image

২) ক্লিক করুন ‘Download Aadhaar’ লিঙ্কে,  https://eaadhaar.uidai.gov.in/

৩) সিলেক্ট করুন 'Aadhaar'। সেখানে 'Enter your Personal Details' বিভাগে গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করুন।

publive-image

৪) সিলেক্ট করুন 'Regular Aadhaar'। সেখানে আধার নম্বর, নাম এবং পিন কোড নথিভুক্ত করুন। মোবাইল আধার অ্যাপ থাকলে ওটিপি-র মাধ্যমে চালু করতে পারেন।

৫) ক্লিক করুন ‘Request OTP’।

৬) ৬ সংখ্যা ওয়ান টাইম পাসওয়ার্ড পেলে, আধার কার্ড ডাউনলোড করার অপশন দেখতে পাবেন স্ক্রিনে।

Read th full story in English

Aadhaar Card
Advertisment