Air Conditioner & Ceiling Fan: AC-এর সঙ্গে ফ্যান চালাচ্ছেন, জানেন কী হতে পারে?

Air Conditioner & Ceiling Fan: অসহ্য গরম থেকে পরিত্রাণ পেতে AC-র জুড়ি নেই। জ্বালাপোড়া গরম থেকে মুক্তি পেতে AC-এর উপরেই ভরসা মানুষের। এই AC বা এয়ার কন্ডিশনার মেশিনের সঙ্গে অনেকেই সিলিং ফ্যানও চালান।

author-image
IE Bangla Tech Desk
New Update
ac and fan together reduces electricity consumption what the Expert Says

AC-এর সঙ্গে ফ্যান চালাচ্ছেন, জানেন কী হতে পারে?

AC Machine: অসহ্য গরম থেকে পরিত্রাণ পেতে AC-র জুড়ি নেই। জ্বালাপোড়া গরম থেকে মুক্তি পেতে AC-এর উপরেই ভরসা মানুষের। এই AC বা এয়ার কন্ডিশনার মেশিনের সঙ্গে অনেকেই সিলিং ফ্যানও চালান। অনেকে আবার শুধুই এয়ার কন্ডিশনার (Air Conditioner) মেশিন চালান। কেউ কেউ মনে করেন AC-র সঙ্গে ফ্যান চালালে বিদ্যুতের খরচ খানিকটা বাঁচে। কেউ আবার মনে করেন, এই ধারণা সঠিক নয়। ঠিকটা তবে কী? এই নিয়েই রইল আজকের বিশেষ এই প্রতিবেদন

Advertisment

গরমের দাপট বাড়ছে বাংলার সঙ্গে দেশ জুড়ে। শহর থেকে জেলা, দাবদাহ থেকে বাঁচতে আট থেকে আশি সকলের ভরসা AC মেশিন। অনেকে AC-র সঙ্গে আর সিলিং ফ্যান (Ceiling Fan) চালান না। তাঁরা মনে করেন, এতে বিদ্যুতের খরচ আরও বেড়ে যায়। তাঁরা এও মনে করেন সিলিং ফ্যান ছাদের গরম বাতাস টেনে নমিয়ে দেয় ঘরের নীচে। যার জেরে ঘর আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাই ফ্যান আর AC একসঙ্গে তাঁরা চালান না।

তবে এই ধারণা সঠিক নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বরং বিশেষজ্ঞদের দাবি, AC-র সঙ্গে সিলিং ফ্যান চালানো হলে ফ্যানটি ঘরের বাতাসের প্রবাহ বাড়িয়ে দেয়। ঘরের লোকজনকে শীতল ও আরামদায়ক একটি অনুভূতি এনে দেয়। AC-র সঙ্গে ফ্যান চালালে বরং বিদ্যুতের সাশ্রয় হয়।

তবে এই প্রক্রিয়ায় বিদ্যুতের খরচ বাঁচাতে AC-র তাপমাত্রা ২৪-২৬-এর মধ্যে সেট করতে হবে। সেই সঙ্গে ফ্যানের স্পিডও সর্বনিম্ন রাখতে হবে। সাধারণভাবে ৬ ঘণ্টা AC ব্যবহার করলে ১২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। কিন্তু এসির সঙ্গে ফ্যান চালালে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুতের খরচ হবে ৬ ইউনিট। অর্থাৎ AC আর ফ্যান একসঙ্গে চালালে বাঁচবে বিদ্যুতের খরচ।

Air Conditioner air conditioner machine air condition machine maintenance