টুকরো টুকরো হয়ে যাবে এসি! এয়ার কন্ডিশনারে যদি এই সিগন্যাল পান, তাহলে আজই সাবধান হোন। এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ঘটনা খুবই বিরল। তবে এসি ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি, যাতে বিস্ফোরণের মতো ঘটনা এড়ানো যায়।
প্রখর দাবদাহ থেকে বাঁচতে একমাত্র এসি ভরসা। উত্তর থেকে দক্ষিণ প্রচণ্ড গরমে নাজেহাল মানুষজন। গরম বাড়ার সঙ্গে সঙ্গে এসির চাহিদাও আকাশছোঁয়া। এসি যেহেতু একটি ইলেকট্রনিক পণ্য, তাই এসি ব্যবহার করার সময় অবশ্যই কিছু নিয়ম মেনে ব্যবহার করাটা বিশেষ ভাবে জরুরি।
এয়ার কন্ডিশনার খুব যত্ন সহকারে ব্যবহার করা উচিত। ভারতের মতো দেশে এয়ার কন্ডিশনারের প্রবণতা বাড়ছে। তাই বিস্ফোরণের আশঙ্কাও বাড়ছে। আপনার বাড়িতেও যদি এসি থাকে তবে কয়েকটি বিষয় মাথায় রাখুন। এটি শুধুমাত্র আপনার এসির কার্যক্ষমতাই উন্নত করবে না, সেই সঙ্গে বড় বিপদ থেকে রক্ষা পাবেন।
কেন এসি বিস্ফোরণ হয়?
এসি বিস্ফোরণের কিছু কারণ রয়েছে-
পুরনো এবং নিম্নমানের এসি ব্যবহার করা।
কম্প্রেসারে ময়লা জমে থাকলে এর ফলে 'কম্প্রেসার জ্যাম' হতে পারে।
এসির ক্ষমতা ঘরের আকার অনুযায়ী হওয়া বাধ্যতামূলক।
এসি থেকে গ্যাস লিক ।
একটানা দীর্ঘ সময় এসি চলতে থাকলে এসির ওপর চাপ বাড়বে। এর ফলে এটি গরম হবে এবং যার ফলে শর্ট সার্কিটের সম্ভাবনাও বাড়তে পারে।
বিদ্যুতের উচ্চ ভোল্টেজ ইলেকট্রনিক পণ্যের উপর চাপ বাড়ায়।
দীর্ঘদিন এসি সার্ভিস না করা।
বজ্রপাত বা বৃষ্টির সময় এসি চালানো। আর্থিং সিস্টেম ব্যর্থ হলে এসি বিস্ফোরণ ঘটতে পারে।
কীভাবে এসি-তে বিস্ফোরণ এড়ানো যায়?
এসি-তে বিস্ফোরণের মতো ঘটনা এড়াতে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে
এসি সময়ে সময়ে সার্ভিস করান।
ঘরের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি লাগান।
শীর্ষ এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কিনুন।
একটানা এসি চালাবেন না এবং মাঝে মাঝে বিরতি দিন মেশিনে।
নিয়মিত বৈদ্যুতিক সংযোগ, ফিল্টার পরীক্ষা করুন।
হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করুন।
বৃষ্টি ও বজ্রপাতের সময় এসি ব্যবহার বন্ধ করুন। একবারে আট ঘণ্টার বেশি এসি ব্যবহার করা উচিত নয়। এ ছাড়া বাইরের যন্ত্রটি এমন জায়গায় রাখতে হবে যেখানে বাতাস চলাচল করতে পারে।