Advertisment

AC cooling tips and tricks: ফিল্টার পরিষ্কার করার সময় ভুলেও এই কাজ করবেন না, পচা গরমে মুহূর্তে বিকল হতে পারে আপনার AC

প্রবল গরমে বাড়ি ও অফিসে এসির ব্যবহার বহুগুণে বেড়েছে। গরমের হাত থেকে রেহাই পেতে এসি আমাদের একমাত্র ভরসা। তাই এসির যত্ন নেওয়াটাও একান্ত ভাবে জরুরি। এসি ফিল্টার পরিষ্কার করতে গিয়ে প্রায়ই দেখে যায় মানুষ এমন কিছু ভুল করে বসেন যার ফলে এসির অনেক ক্ষতি হয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC, AC Summer Tips, Air Conditioner filter cleaning Tips, air-conditioner tips, AC cooling, AC cooling filter, air filter cleaning in Air Conditioner, AC coil, AC in summer, clean air conditioner cooling coils, How do you clean a coil air filter, Which chemical is used for cooling coil cleaning, AC night mode, AC cool mode, Clean air conditioner, Tech news, AC Tech Tips, clean AC filter, how to clean ac filter, benefits of ac filter cleaning, how long to clean air conditioner filters"

এসিকে চাঙ্গা রাখতে কখনই এসির ফিল্টার পরিষ্কার করতে ভুলবেন না।

Air conditioner : ইদানিং মাত্রাতিরিক্ত গরমের কারণে AC-র চাহিদা বিপুলভাবে বেড়ে গিয়েছে। শহর থেকে জেলা, দাবদাহের কবলে। এয়ার কন্ডিশনার মেশিন কেনার রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে মানুষের মধ্যে। তবে কয়েকটি জিনিস না বোঝার কারণে AC মেশিন থেকে বড়সড় বিপদের আশঙ্কাও থাকে।

Advertisment

এসিকে চাঙ্গা রাখতে কখনই এসির ফিল্টার পরিষ্কার করতে ভুলবেন না। ফিল্টারে ময়লা জমে থাকলে প্রয়োজন অনুযায়ী শীতলতা পাবেন না। সেক্ষেত্রে এসি মেশিনেরই ক্ষতির আশঙ্কা থেকে যাবে ।প্রবল গরমে বাড়ি ও অফিসে এসির ব্যবহার বহুগুণে বেড়েছে। গরমের হাত থেকে রেহাই পেতে এসি আমাদের একমাত্র ভরসা। তাই এসির যত্ন নেওয়াটাও একান্ত ভাবে জরুরি। এসি ফিল্টার পরিষ্কার করতে গিয়ে প্রায়ই দেখে যায় মানুষ এমন কিছু ভুল করে বসেন যার ফলে এসির অনেক ক্ষতি হয়।

আপনার বাড়িতে যদি এয়ার কন্ডিশনার থাকে তাহলে আপনি জানেন উইন্ডো এবং স্প্লিট এসি উভয় এসিতেই ফিল্টার ইনস্টল করা থাকে। এই ফিল্টারটির সাহায্যে এসি আমাদের বছরের পর শীতল বাতাসা সরবরাহ করে থাকে। অনেকেই এসি ফিল্টার পরিষ্কার করতে বড় ভুল করে থাকেন যার কারণে ফিল্টার নষ্ট হয়ে যায় এবং এর জন্য অনেক টাকা খরচ করতে হয়।

আসলে, এসি ফিল্টার এসির আয়ু বাড়াতে এবং আমাদের ঠান্ডার অনুভূতি দিতে সাহায্য করে। এসি ফিল্টার নষ্ট হয়ে গেলে এসি নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এসির শীতল করার ক্ষমতাও কমতে শুরু করে। আপনি যদি আপনার এসি ফিল্টার পরিষ্কার করার চিন্তা করে থাকেন তবে আপনার কিছু বিষয়ে বিশেষ নজর দেওয়া উচিত।

আরও পড়ুন : < Lava Yuva 5G: বাজারে লঞ্চ হল ‘মেড-ইন-ইন্ডিয়া স্মার্টফোন’, দাম শুনলে চমকে যাবেন >

কখনোই শক্ত ব্রাশ ব্যবহার করবেন না
এসি ফিল্টারটি সূক্ষ্ম থ্রেড বা হালকা জাল দিয়ে তৈরি। ফিল্টারটি খুব পাতলা, তাই এটি পরিষ্কার করার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। শক্ত ব্রাশ দিয়ে কখনোই এসি ফিল্টার পরিষ্কার করবেন না। এর ফলে এসির ফিল্টারটি ফেটে যায়, এবং এসিতে ময়লা প্রবেশ করতে শুরু করে যার ফলে আপনার এসি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই ধরনের কাপড় ব্যবহার করবেন না
প্রায়ই দেখা যায়, এসি ফিল্টার পরিষ্কার করার সময় লোকেরা এমন কিছু কাপড় ব্যবহার করে যাতে সুতো বেশি থাকে। এই ধরনের কাপড় ব্যবহার করলে ফিল্টারে থ্রেড আটকে যেতে পারে যা পরে বাতাসের প্রবাহ বন্ধ করে দেয়।

ওয়াশিং ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন না
অনেক সময় দেখা গেছে, এসি ফিল্টার পরিষ্কার করার জন্য অনেকেই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন । আপনি যদি ওয়াশিং পাউডার দিয়ে এসি ফিল্টার পরিষ্কার করেন তবে এটি আপনার এসি ফিল্টারের ক্ষতি করতে পারে। আপনার এসি ফিল্টার সবসময় শুধুমাত্র জল দিয়ে পরিষ্কার করা উচিত।

খুব জোরে আঘাত করবেন না
অনেক সময় দেখা যায় ফিল্টার পরিষ্কার করার আগে বা পরে তা জোরে দেয়ালে বা মাটিতে একটু জোড়ে ঝেড়ে নেওয়া নয় অনেকেই ভাবেন তাতে ময়লা পরিষ্কার হয়ে যায়। যদি আপনিও তা করে থাকেন তবে আপনার সাবধান হওয়া উচিত। মাটিতে জোরে আঘাত করলে ফিল্টারের খাঁজ ভেঙে যেতে পারে এবং এটি নষ্ট হয়ে যেতে পারে। ফিল্টার একটু বেঁকে গেলে বা ভেঙে গেলে ফিটিংয়ে সমস্যা হতে পারে।

Tech News Air Conditioner air conditioner machine
Advertisment