Air conditioner: বাড়িতে নতুন এসি লাগিয়েছেন, কম্প্রেসরের যত্ন না নিলে কিন্তু চরম ভুল করবেন

Air conditioner Maintenance: প্রখর দাবদাহ থেকে বাঁচতে একমাত্র এসি ভরসা। উত্তর থেকে দক্ষিণ আর মাত্র কয়েকদিনেই প্রচণ্ড গরমে নাজেহাল হবেন মানুষজন। গরম বাড়ার সঙ্গে সঙ্গে এসির চাহিদাও বাড়বে হুহু করে।

Air conditioner Maintenance: প্রখর দাবদাহ থেকে বাঁচতে একমাত্র এসি ভরসা। উত্তর থেকে দক্ষিণ আর মাত্র কয়েকদিনেই প্রচণ্ড গরমে নাজেহাল হবেন মানুষজন। গরম বাড়ার সঙ্গে সঙ্গে এসির চাহিদাও বাড়বে হুহু করে।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Best Way To ReduceYour Air conditioner Bill

বাড়িতে নতুন এসি কিনেছেন? কত দিন পর এসি ফিল্টার পরিষ্কার করতে হবে জানেন?

Best Way To ReduceYour Air conditioner Bill: প্রখর দাবদাহ থেকে বাঁচতে একমাত্র এসি ভরসা। উত্তর থেকে দক্ষিণ আর মাত্র কয়েকদিনেই প্রচণ্ড গরমে নাজেহাল হবেন মানুষজন। গরম বাড়ার সঙ্গে সঙ্গে এসির চাহিদাও বাড়বে হুহু করে। অনেকেই ইতিমধ্যেই গরম পড়ার আগেই এসি মেশিন কিনেও নিয়েছেন।  এসি যেহেতু একটি ইলেকট্রনিক গ্যাজেট তাই এসি ব্যবহার করার সময় অবশ্যই কিছু নিয়ম মেনে ব্যবহার করাটা বিশেষ ভাবে জরুরি।

Advertisment

বাড়িতে নতুন এসি কিনেছেন? কত দিন পর এসি ফিল্টার পরিষ্কার করতে হবে জানেন? আপনার এই সামান্য ভুল আপনার দামি এসিকে নষ্ট করে দেবে মুহূর্তেই। আপনার বাড়িতে আপনি যদি একটি নতুন  এয়ার কন্ডিশনার কিনে থাকেন বা আপনি যদি একটি নতুন এসি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার অবশ্যই জানা দরকার আপনার এসির ফিল্টার ঠিক কতদিন অন্তর পরিষ্কার করা উচিত। প্রচন্ড গরমে মানুষজন নাজেহাল হয়ে উঠেছে । তাপমাত্রা প্রায় ৩৬-৩৭ ডিগ্রি ছুঁইছুঁই। গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশনারের চাহিদা আকাশছোঁয়া। আপনিও যদি বাড়িতে নতুন এসি লাগিয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার বিশেষ কাজে আসবে। আপনাকে এসি ফিল্টার রক্ষণাবেক্ষণের উপর বিশেষ নজর দিতে হবে।

এসির ফিল্টার পরিষ্কার করা নিয়ে অনেকের মনে অনেকের মনে নানান বিভ্রান্তি থাকে। এসি ফিল্টার ঠিকমতো পরিষ্কার না করলে শুধু যে শীতল বাতাস পাবেন না তাই নয় আপনার শখের এসি নষ্ট হওয়ার আশঙ্কাও বেড়ে যায় বহুগুণে। আপনি এসি ফিল্টার যত পরিষ্কার রাখবেন, আপনার এসি তত ভাল কাজ করবে।

মাথার উপর সূর্য যেন আগুন ঢালছে, গরমে এসি কিনবেন ভাবছেন? এই তিন এসি বাজারে সেরা

Advertisment

অনেকে তাদের এসি ফিল্টার কয়েক মাস এমনকি পুরো সিজনেও পরিষ্কার করেন না। এই ধরনের ভুল কখনই করা উচিত নয়। এসি ফিল্টার ঘরকে ঠাণ্ডা করার ক্ষেত্রে বিশেষ কাজ করে। তাই এর যথাযথ যত্ন নিতে হবে। এসির ফিল্টারই সেই অংশ যা দিয়ে বাতাস যায় এবং আমরা শীতল বাতাস পাই। যদি এসি ফিল্টারে ময়লা জমে থাকে তাহলে কম্প্রেসরে চাপ পড়ে। এবং এসি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

ফিল্টারে ময়লা জমে থাকলে হয়ে ঘর ঠান্ডা হয় না বা ঠান্ডা হতে অনেকটা সময় লাগে। আপনি যদি আপনার ঘরকে দ্রুত ঠাণ্ডা করতে চান, তাহলে প্রতি ৪-৬ সপ্তাহ অন্তর আপনাকে আপনার এসি ফিল্টার পরিষ্কার করতে হবে। স্প্লিট এবং উইন্ডো এসি উভয় ক্ষেত্রেই এই কাজটি করা আপনার জন্য বিশেষ ভাবে প্রয়োজনীয়।

Air Conditioner air condition machine maintenance