Advertisment

Monsoon Tips for AC : বর্ষায় সামান্য ভুলে বারোটা বাজবে সাধের এসির, এই কাজটি করছেন তো?

উইন্ডো এসি হোক অথবা স্প্লিট এসি, বর্ষায় চাই বাড়তি যত্ন।

author-image
IE Bangla Tech Desk
New Update
"AC Gas Leakage, ac gas leakage reasons, AC Gas Leakage problem, AC Gas Leakage charges, AC Gas Leakage problem solution, AC Gas Leakage symptoms, AC Gas Leakage repair cost, ac gas price, ac tips and tricks, ac tips , tips and tricks

উইন্ডো এসি হোক অথবা স্প্লিট এসি, বর্ষায় চাই বাড়তি যত্ন।

Monsoon Tips for AC : উইন্ডো এসি হোক অথবা স্প্লিট এসি, বর্ষায় চাই বাড়তি যত্ন। এসির সঠিক যত্ন না নিলে মেরামত বাবদ বেশি খরচ হতে পারে। আজকের এই প্রতিবেদনে এসির গ্যাস লিকেজের সমস্যা নিয়ে আলোচনা করব। কেন এসি-তে গ্যাস লিকেজের সমস্যা হয় এবং কোন ভুলগুলি করা এড়িয়ে চলা উচিত? এটা মাথায় রাখা বিশেষ ভাবে জরুরি।

Advertisment

এসি গ্যাস লিকেজের কারণে সমস্যা?

এসি-তে গ্যাস লিকেজের সমস্যা এখন খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, একবার গ্যাস লিক হয়ে গেলে আপনার এসি আপনার ঘরকে ঠান্ডা করতে পারে না। এমন পরিস্থিতিতে, এসি চালানোর পরও যদি আপনার ঘর ঠাণ্ডা না হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার এসিতে গ্যাস লিকেজের সমস্যা হতে পারে। AC-তে গ্যাস ভরতে খরচ হতে পারে ২৫০০থেকে ৫০০০ টাকার মধ্যে, এই খরচ বিভিন্ন শহর অনুসারে পরিবর্তিত হতে পারে। পাইপে কার্বন জমা বা মরচে পড়ার কারণেও গ্যাস লিকেজের সম্ভাবনা বেড়ে যায়, এ ছাড়াও আরও অনেক কারণ রয়েছে।

এসি সার্ভিস

সময়মতো এসি সার্ভিসিং না করাও এসি গ্যাস লিকেজের একটি বড় কারণ হতে পারে। সার্ভিসিং এর সময় এসি তে কোন সমস্যা হলে তা অবিলম্বে সারানো হয়। কিন্তু অনেকক্ষেত্রে ছোট সমস্যা যখন বড় সমস্যায় পরিনত হয় তখন খরচের পরিমাণটাও অনেক বেশি হয়। তাই সাধের এসি সময়মতো সার্ভিসিং করা বাঞ্ছনীয়।

এসি ক্লিনিং: এসি পরিষ্কার করা জরুরি

ময়লা গ্যাস লিকেজের একটি বড় কারণ, সঠিক সময়ে এসি পরিষ্কার না করলে বায়ুপ্রবাহ এবং কম্প্রেসার নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর পাশাপাশি এসিতেও গ্যাস লিকেজের সমস্যা শুরু হয়, প্রতি সপ্তাহে এসির ফিল্টার পরিষ্কার করতে থাকুন এবং ৩ থেকে ৪ মাস পর পর এসির সার্ভিসিং করাটা একান্ত প্রয়োজন।

আরও পড়ুন - < jio 5g phone: দেশের বাজারে ‘রাজ’ করবে jio, সস্তায় 5G স্মার্টফোন এনে চিনের বুকে কাঁপুনি ধরাবে আম্বানি >

এসি রক্ষণাবেক্ষণ

এসির ড্রেনেজ সিস্টেমে সমস্যার কারণেও গ্যাস লিকেজের সমস্যা হতে পারে। ড্রেনেজ সিস্টেম এসি থেকে জল বের করার জন্য কাজ করে এবং যদি জল ঠিকমতো বের না হয় তাহলে ইনডোর ইউনিট থেকে জল পড়তে শুরু করবে এবং পাইপেও জল থাকতে পারে, যা মরচে পড়ার ঝুঁকি বাড়ায়। একবার মরিচে দেখা দিলে, আপনার গ্যাস লিকেজের সম্ভাবনা বহুগুণে বেড়ে যেতে পারে।

আপনি যদি গ্যাস লিকেজের সমস্যা এড়াতে চান, তাহলে ড্রেনেজ সিস্টেম ঠিকমতো কাজ করছে কি না সেদিকে নজর দিতে হবে। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে মেকানিককে ফোন করে এসির সমস্যা ঠিক করে নিন।

air conditioner machine Tech News Air Conditioner
Advertisment