Advertisment

AC ice formation causes: এসির ইউনিটে বরফ! দেখলেই এই কাজটি আগে করুন

অনেক সময় দেখা যায় এসি মেশিনে বরফ জমছে। এই সমস্যা দেখা দিলে অবিলম্বে সাবধান হোন।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC ice formation causes Tips to prevent, window ac forming ice,split ac forming ice,prevent AC ice formation,air conditioning ice formation,air conditioner forming ice,AC ice formation,AC forming ice"

অনেক সময় দেখা যায় এসি মেশিনে বরফ জমছে। এই সমস্যা দেখা দিলে অবিলম্বে সাবধান হোন।

Air Conditioner Blast:গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। AC এখনকার সময়ে আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন-দিন এটি এখন যেন বেশ অপিরহার্য্য ঠেকছে অনেকের কাছেই। জ্বালাপোড়া-ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে মধ্যবিত্তদের একটা বড় অংশ এসির দোকানে ভিড় করছেন। তবে ঠিকঠাক উপায় না জেনে AC চালালে ইলেকট্রিকের বিলও বেশ বাড়ে। পাশাপাশি ক্ষতি হতে পারে আপনার সাধের এসির। অনেক সময় দেখা যায় এসি মেশিনে বরফ জমছে। এই সমস্যা দেখা দিলে অবিলম্বে সাবধান হোন।

Advertisment

আপনার এসিতে বরফ জমে আছে? বরফ জমে থাকার কারণে এসি ঠিক ভাবে আগের মতো শীতলতা প্রদান করতে পারেনা। জেনে নিন এসিতে কেন বরফ জমে বা বরফ জমলে কী করবেন?

আপনার এসি যদি ঠিকমতো কাজ না করে অথবা এসি ইউনিট থেকে প্রত্যাশিত শীতল বাতাসের পরিবর্তে উষ্ণ বাতাস প্রবাহিত হতে শুরু করে তখন কী করবেন?

দেশের বিভিন্ন স্থানে তীব্র দাবদাহে নাকাল মানুষজন। গরম থেকে স্বস্তি পেতে মানুষের এসির উপর নির্ভরশীলতা ক্রমেই বাড়ছে। গত কয়েক দিনে একাধিক এসি বিস্ফোরণের ঘটনাও সামনে এসেছে। সারাদিন এসি চলার কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এই মেশিনে। একইসঙ্গে বিশেষজ্ঞরাও বলছেন, এয়ার কন্ডিশনার ব্যবহার করার সময় মাঝে মাঝেই তা বন্ধ করে এসিকে মেশিনকে বিশ্রাম দেওয়া উচিৎ। যদি আপনার এসি থেকে ঠান্ডার বদলে গরম হাওয়া প্রবাহিত হতে শুরু করে তার অনেক কারণের মধ্যে একটি হল ইউনিটে বরফ জমে থাকা। এটি আপনার এসির শীতলতা নষ্ট করতে পারে। আসুন প্রথমে জেনে নিই এসি-তে বরফ তৈরি হওয়ার কারণ কী।

আরও পড়ুন : < Bajaj CNG Bike: বাজাজের হাত ধরেই দেশে আসছে প্রথম CNG বাইক, ৫০ শতাংশ কমবে রাইডিং খরচ >

এসিতে বরফ তৈরি হওয়ার কারণ কী?

কম রেফ্রিজারেন্ট লেভেল: কম রেফ্রিজারেন্ট লেভেলের কারণে কয়েলগুলো জমে যেতে পারে, যা এসির বাতাসকে কার্যকরভাবে ঠান্ডা করার ক্ষমতা হ্রাস করে।

নোংরা ফিল্টার বা অবরুদ্ধ ভেন্ট কয়েলগুলিতে বরফ জমা হতে পারে।

সাধারণত বাতাসে জলীয় বাস্প কম থাকলে সেটি জমে গিয়ে বাতাস চলাচলের রাস্তা আটকে দেয় এতে কম এয়ার ফ্লো হয়।

খারাপ থার্মোস্ট্যাটের কারণে কয়েলে বরফ জমা হতে পারে।

আর্দ্রতার মাত্রা বেশি হলেও, ইউনিটে বরফ তৈরি হতে পারে এবং এটি বায়ু প্রবাহকে বাধা দেয়।

AC তে বরফ জমতে শুরু করলে কী করবেন?

নিয়মিত রক্ষণাবেক্ষণ: সময়ে সময়ে এসি পরীক্ষা সার্ভিসিং করান। এসি থেকে গ্যাস লিক হচ্ছে কিনা তাও সাবধানে পরীক্ষা করুন। একটি নির্দিষ্ট সময় অন্তর আপনার এয়ার কন্ডিশনার পরীক্ষা করুন।

ফিল্টার পরিবর্তন করুন: নোংরা ফিল্টার বায়ুপ্রবাহকে ব্যাহত করতে পারে, তাই নিয়মিত পরিষ্কার করুন।

বায়ুপ্রবাহ: আসবাবপত্র বা পর্দা বাতাসের ভেন্টগুলিকে আটকে দিচ্ছে কিনা তা পরীক্ষা করুন।

থার্মোস্ট্যাট: আপনার থার্মোস্ট্যাটকে এমন তাপমাত্রায় সেট করুন যাতে কয়েলটি খুব বেশি ঠান্ডা না হয়।

Tech News Air Conditioner air condition machine maintenance
Advertisment