AC Maintenance Tips: গরমে AC ব্যবহারের আগে এই কাজ করতে ভুলবেন না,বিদ্যুৎ বিল বাড়বে হুহু করে

AC Maintenance Tips: গরম পড়ার আগেই এসির যত্ন নেওয়া বিশেষ ভাবে জরুরি। দীর্ঘদিন ব্যবহার না করার ফলে অনেক সময় এসিতে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই এসি ব্যবহারের আগে এসির সার্ভিসিং করিয়ে নেওয়াটা জরুরি।

author-image
IE Bangla Tech Desk
New Update
ac maintenance tips before summer cleaning guide

গরমে AC ব্যবহারের আগে এই কাজ করতে ভুলবেন না,বিদ্যুৎ বিল বাড়বে হুহু করে Photograph: (ফাইল ছবি)

AC Maintenance Tips: গরম পড়ার আগেই এসির যত্ন নেওয়া বিশেষ ভাবে জরুরি। দীর্ঘদিন ব্যবহার না করার ফলে অনেক সময় এসিতে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই এসি ব্যবহারের আগে এসির সার্ভিসিং করিয়ে নেওয়াটা জরুরি। যদি আপনি তা না করেন তাহলে দীর্ঘ সময় ব্যবহার না করার কারণে আপনার এসিতে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে।  

Advertisment

কম ঠান্ডা: দীর্ঘ সময় ধরে ব্যবহার না করলে, এসির ভেতরে ধুলো এবং ব্যাকটেরিয়া জমা হতে পারে, যার কারণে এসি শীতল করার ক্ষমতা কমে যেতে পারে।  

বিদ্যুৎ খরচ বৃদ্ধি: নোংরা ফিল্টার এবং ব্লকেজের কারণে এসিকে ঘর ঠান্ডা করতে অধিক পরিশ্রম করতে হয়। যার কারণে আপনার বিদ্যুৎ বিল অনেকটা বেশি হবে।

কারিগরি ত্রুটি: কয়েক মাস ধরে এসি বন্ধ রাখলে তারে সমস্যা বা পাইপে ধুলো বালি জমতে পারে, যা কুলিং সিস্টেমের ক্ষতি করতে পারে।

Advertisment

বাতাসের মানও খারাপ হয়: যদি এসি পরিষ্কার না থাকে, তাহলে এসি থেকে নির্গত বাতাসের গুনমানও খারাপ হতে পারে। এসি থেকে বেরনো বাতাসে ধুলো এবং ব্যাকটেরিয়া থাকতে পারে।

গ্রীষ্মে এসি ব্যবহারের আগে এই ৫টি কাজ অবশ্যই করুন
কভারটি খুলে ফেলুন: শীতকালে যদি আপনি এয়ার কন্ডিশনারটি ঢেকে রাখেন, তাহলে প্রথমে এটি খুলে ফেলুন এবং বাইরের ধুলো ভালোভাবে পরিষ্কার করুন।

ফিল্টার পরিষ্কার করুন: মেইন সুইচটি বন্ধ করে এসির ফিল্টারটি পরিষ্কার করুন। এসি ফিল্টারটি খুলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ময়লা থাকলে, হালকা ডিটারজেন্ট বা ব্রাশ ব্যবহার করুন। সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরেই ফিল্টারটি আবার এসি-তে লাগিয়ে দিন।

ড্রেনেজ পাইপ পরিষ্কার করুন: এর পরে, ড্রেনেজ পাইপ পরিষ্কার করুন। এতে ধুলো-ময়লা জমে যেতে পারে। ড্রেনেজ পাইপ পরিষ্কার করতে হালকা গরম জল দিয়ে পাইপটি পরিষ্কার করুন।

বাইরের ইউনিট পরিষ্কার করুন: অবশেষে, ধুলো এবং ময়লা অপসারণের জন্য হালকা জল দিয়ে বাইরের ইউনিটটি ধুয়ে ফেলুন। ব্রাশ বা নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন যাতে বায়ুপ্রবাহ ঠিক থাকে।

Ac air condition machine maintenance