AC Problems: বর্ষায় এসির বাড়তি যত্ন নেওয়াটা বিশেষ ভাবে জরুরি। অনেক সময় আমরা দেখি এসির ড্রেন দিয়ে জল বের হওয়ার পরিবর্তে ইনডোর ইউনিট থেকে জল বের হতে শুরু করে। এমন অবস্থায় ঘর ঠাণ্ডা হওয়ার পরিবর্তে জল জমে সমস্যা হতে শুরু করে। তাই বারবার ঘরের জল মোছার ঝামেলায় পড়তে হয়। কিন্তু আমাদের জানা দরকার কেন এসির ড্রেনেজ সিস্টেম ব্লকেজ হয়ে যায় যার কারণে সেখান থেকে জল বেরোতে পারে না।
আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এয়ার কন্ডিশনারের ড্রেনেজ সিস্টেল হঠাৎ ব্লকেজ হয়ে গেলে কী করবেন? আপনি কি জানেন যে এসির জমা জল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইরে বের হলে আপনার এসিরও ক্ষতি হতে পারে। আপনার এসির ক্ষেত্রেও এমনটা হলে আপনি কী করবেন তা জানা একান্ত জরুরি।
স্প্লিট এসি হোক বা উইন্ডো এসি, সময়ে সময়ে এসির সঠিক যত্ন নেওয়া উচিত। এয়ার কন্ডিশনারের ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এসির জমা জল বাইরে বের হয়। কিন্তু কোন কারণে সেই জল যদি বাইরে বেরোতে না পারে তাহলে ক্ষতি হতে পারে আপনার এসির।
জল বের না হওয়ার কারণ
ড্রেনেজ পাইপে ব্লকেজঃ ড্রেনেজ পাইপ ময়লা, ধুলোবালি, মাটি বা অন্যান্য কিছু দিয়ে আটকে থাকলে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে জল বাইরে বের হতে পারবে না। যদি আপনার এয়ার কন্ডিশনারে একটি ড্রেনেজ পাম্প থাকে, তাহলে পাম্পের ত্রুটি থাকলেও জল বের হয় না।
আরও পড়ুন - < Air Conditioner: এসি বন্ধে সামান্য ভুলে বিরাট বিপত্তি! মেশিন চাঙ্গা রাখতে কম্প্রেসারের ক্ষতি ডেকে আনবেন না >
কনডেন্সার কয়েল: কনডেন্সার কয়েল পরিষ্কার না হলে এতে বরফ জমতে পারে, যা জলের প্রবাহ বন্ধ করে দিতে পারে। এ ছাড়া কনডেন্সার কয়েলে লিকেজ থাকলে জলের স্বাভাবিক প্রবাহও ক্ষতিগ্রস্ত হতে পারে।
গ্যাস লিকেজঃ যদি এসির গ্যাস লিক হয় তবে সেক্ষেত্রেও জল বাইরে না বেরোনোর একটা বড় কারণ হতে পারে।
এয়ার কন্ডিশনার থেকে জল বাইরে না বেরোনোর অসুবিধা
যদি আপনার এয়ার কন্ডিশনার থেকে জল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইরে না বেরোয় তাহলে এসির কার্যক্ষমতা কমে যেতে পারে যার কারণে এসি ঠিকমতো কাজ করবে না। এ ছাড়া এসি থেকে জল না বের হলে এয়ার কন্ডিশনারটির আয়ু কমে যেতে পারে এবং এসির অনেক বৈদ্যুতিক যন্ত্রাংশও নষ্ট হয়ে যেতে পারে।
এসি থেকে জল বের না হলে কী করবেন?
যদি আপনার এসি থেকে জল বেরোনো বন্ধ হয়ে গেলে তাহলে অবিলম্বে এয়ার কন্ডিশনার বন্ধ করে দিন এবং তারপরও যদি আপনি বুঝতে না পারেন কিভাবে এসি ঠিক করবেন, তাহলে একজন এসি মেকানিককে ফোন করুন এবং সমস্যাটি সমাধান করুন।