Advertisment

AC sale: রেকর্ড গরমে তুঙ্গে চাহিদা, ভারত জুড়ে AC বিস্ফোরণ, বিক্রিতে নয়া নজির

রেকর্ড অনুসারে চলতি গরমে ভারতে এসি বিক্রি অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই চাহিদা এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই প্রবণতাটি অব্যাহত থাকবে বলে আশা ব্যবসায়ী মহলে।

author-image
IE Bangla Tech Desk
New Update
kolkata AC cesc power grid

Air Conditioner: রেকর্ড অনুসারে চলতি গরমে ভারতে এসি বিক্রি অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই চাহিদা এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই প্রবণতাটি অব্যাহত থাকবে বলে আশা ব্যবসায়ী মহলে।

AC market In India: গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিন কিংবা AC-র জুড়ি মেলা ভার। AC এখন আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন এটি এখন যেন বেশ অপিরহার্য্য হয়ে ঠেকছে অনেকের কাছেই। জ্বালাপোড়া-ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে মধ্যবিত্তদের একটা বড় অংশ এসির দোকানে ভিড় করছেন।

Advertisment

রেকর্ড অনুসারে চলতি গরমে ভারতে এসি বিক্রি অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই চাহিদা এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই প্রবণতাটি অব্যাহত থাকবে বলে আশা ব্যবসায়ী মহলে।

দেশ জুড়ে 'জ্বলন্ত তাপ' যেন গায়ে ফোস্কা ফেলছে। গরম থেকে বাঁচতে একমাত্র এসি মানুষকে কিছুটা সস্তি দিতে পারে। এয়ার কন্ডিশনারের চাহিদা এখন আকাশছোঁয়া। এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্প প্রায় ১৪ মিলিয়ন ইউনিটের রেকর্ড বার্ষিক বিক্রির পূর্বাভাস দিয়েছেন। যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি।

কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (সিইএএমএ) সভাপতি সুনীল ভাচানি মে মাসে এসি বিক্রির জন্য 'রেকর্ড-ব্রেকিং পরিসংখ্যান' রিপোর্ট করেছেন, শুধুমাত্র এই গ্রীষ্মেই গত বারের থেকে ৩০-৪০ % বৃদ্ধির কথা তুলে ধরেছেন। এসি বিক্রির এই ক্রমবর্ধমান বৃদ্ধির জন্য দেশজুড়ে তীব্র তাপপ্রবাহকে দায়ি করেছেন। বিশেষ করে শহুরে এলাকায় অনেক পরিবারের জন্য এসি একটি অপরিহার্য গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : < NoiseFit Origin smartwatch: জামাইষষ্ঠীতে শাশুড়ি মুখে ফুটল হাসি, নজরকাড়া উপহারকে চমকে দিন জামাইকে!>

ভারতীয় এসি বাজার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নিজেকে প্রস্তুত করেছে। বিভিন্ন দামের, বিভিন্ন মডেলের নিত্যনতুন এসি আনছে সংস্থাগুলি। ভোল্টাস, এলজি, হিটাচি জনসন, লয়েড, প্যানাসনিক, ডাইকিন এবং গোদরেজের মতো ব্র্যান্ডগুলির মধ্যে চলছে জোর প্রতিযোগিতা। দিল্লি-এনসিআর-এর মতো কিছু এলাকায় রেকর্ড-ব্রেকিং তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা এসির চাহিদা আরও বাড়িয়ে তুলেছে।

ভোল্টাস, এলজি এবং হায়ারের মতো প্রধান অ্যাপ্লায়েন্স নির্মাতারা মে মাসে এসি বিক্রিতে গত বছরের তুলনায় ১০০ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে। ভাচানি AC উপাদানগুলির গার্হস্থ্য উত্পাদনকে উত্সাহিত করার জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিমের ভূমিকার উপর জোর দেন, যা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : < AC Gas Cost: এত কমে এসির গ্যাস রিফিলিং! প্রতারণার ফাঁদে পড়ছেন না তো? >

এনএস সতীশ, প্রেসিডেন্ট, হায়ার অ্যাপ্লায়েন্স ইন্ডিয়া, বলেছেন, প্রতি বছর তাপমাত্রা বাড়ার সাথে সাথে দক্ষ, স্মার্ট এবং ভাল-মানের এয়ার কন্ডিশনারগুলির চাহিদা বাড়তেই থাকবে। অতীতের প্রবণতা এবং বর্তমান ক্রেতাদের পছন্দের উপর ভিত্তি করে, Haier এই গ্রীষ্মে এসির রেকর্ড চাহিদার সাক্ষী থেকেছে যা গত বছরের থেকে ৩৫-৪৫ শতাংশ বেশি।

Tech News Air Conditioner air conditioner machine
Advertisment