Advertisment

AC Stabilizer: পুড়ে যাবে এসির মোটর, আপনি জানতেও পারবেন না, এখুনি চেক করুন এই ফিচার আদৌ আছে তো?

অনেক সময় অধিকাংশ মানুষ চেক না করেই এসি চালাচ্ছেন। এর ফলে হতে পারে বড় ধরনের ক্ষতি।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Air conditioner filter clean, How to clean air conditioner filter window unit, How to clean air conditioner filter wall unit, Window air conditioner filter cleaning, Mitsubishi air conditioner filter cleaning message, Does cleaning AC filter make it colder, How to clean ac filter in car"

অনেক সময় অধিকাংশ মানুষ স্টেবিলাইজার ছাড়াই এসি চালাচ্ছেন। এর ফলে হতে পারে বড় ধরনের ক্ষতি।

AC without Stabilizer: অসহনীয় গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার বা AC মেশিনের বিকল্প নেই। গত কয়েক বছরে শহর থেকে জেলা, সর্বত্রই AC মেশিন কেনার হিড়িক প্রবলভাবে বেড়ে গিয়েছে। বাজারে 3 স্টার, 4 স্টার ও 5 স্টার রেটিং যুক্ত AC পাওয়া যায়। অনেক সময় অধিকাংশ মানুষ স্টেবিলাইজার ছাড়াই এসি চালাচ্ছেন। এর ফলে হতে পারে বড় ধরনের ক্ষতি।

Advertisment

আপনিও যদি আপনার বাড়িতে লাগানো এয়ার কন্ডিশনারটি স্টেবিলাইজার ছাড়াই চালানোর ভুল করে থাকেন, তাহলে এখনই সতর্ক হোন। আজ এই প্রতিবেদনে জানুন স্টেবিলাইজার লাগানোর সুবিধা। স্টেবিলাইজার না লাগালে হয়তো আপনার কিছু টাকা বাঁচতে পারে কিন্তু এর ফলে আপনার বাড়িতে লাগানো এসির কী কী ক্ষতি হতে পারে জানলে চমকে যাবেন।

গ্রীষ্মে এসি আমাদের কাছে যেন আর্শীবাদ। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কেন নতুন এসি কেনার সময় অনেকেই আমরা স্টেবিলাইজার কিনি না। অনেকের মনে এই প্রশ্ন আসে যে স্টেবিলাইজার ছাড়া কি এয়ার কন্ডিশনার চালানো যায় না? উত্তর হল হ্যাঁ অবশ্যই চালানো যেতে পারে, তবে স্টেবিলাইজার ছাড়া এসি চালানোর অনেক অসুবিধা রয়েছে। এমনকী এর ফলে নষ্ট হতে পারে আপনার সাধের এসি।

বর্তমানে, আপনি বাজারে নন-ইনভার্টার এসি এবং ইনভার্টার এসি উভয় বিকল্পই এসি কেনার সময় সামনে পাবেন। তবে এখানে একটি বিষয় উল্লেখ্য যে কিছু মডেলে আপনি ইনবিল্ড স্টেবিলাইজার ফিচার পাবেন, তবে কিছু মডেলে এই সুবিধা থাকে না।

আপনি যদি এমন একটি মডেল কিনে থাকেন যেটিতে ইনবিল্ড স্টেবিলাইজার নেই এবং আপনি যদি AC এর সাথে কোনো এক্সটার্নাল স্টেবিলাইজার ইন্সটল না করে থাকেন, তাহলে আসুন আমরা আপনাকে বলি AC এর কি কি ক্ষতি হতে পারে।

আরও পড়ুন : < Split AC Blast: ভয়াবহ Split AC বিস্ফোরণের ঘটনা দেশজুড়ে, কম্প্রেসারের চাপ রুখতে আজই এই কাজটি করুন >

স্টেবিলাইজার ছাড়া চালানোর অসুবিধা?

অতিরিক্ত ভোল্টেজ: ভোল্টেজ খুব বেশি হলে এসির পার্টসকে নষ্ট করতে পারে। যার কারণে কম্প্রেসার এবং পিসিবি বোর্ড পুড়ে যাওয়ার বা মোটর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।

লো ভোল্টেজ: ভোল্টেজ খুব কম হলে এসি ঠিকমতো কাজ করবে না এবং এসির শীতল ক্ষমতাও কমে যাবে। এর ফলে এসির কম্প্রেসারে বেশি লোড পড়ে, এর ফলে এসির আয়ু কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

ভোল্টেজের ওঠানামা: যদি আপনার এলাকায় ভোল্টেজের সমস্যা থাকে অর্থাৎ ভোল্টেজ বারবার ওঠা-নামা করে তাহলে কম্প্রেসার এবং এসির অন্যান্য অংশে চাপ পড়তে পারে, যা এসির ক্ষতিও করবে। অংশগুলি দ্রুত নষ্ট হতে শুরু করে।

অবশ্যই, আপনি যে মডেলটি কিনছেন, তাতে যদি আপনি স্ট্যাবিলাইজার ফ্রি অপারেশনের সুবিধা পান তারপরও আপনি যদি স্টেবিলাইজার ব্যবহার করেন। তা আপনাকে দ্বিগুণ সুরক্ষা প্রদান করবে।

Air Conditioner air conditioner machine air condition machine maintenance
Advertisment