Advertisment

AC: কম্প্রেসার থাকবে একবারে চাঙ্গা, ঘর হবে সুপারকুল, এসি চালানোর আগেই মাথায় রাখুন এই বিষয়

একটানা এসি ব্যবহার করার আগে মেনে চলুন এই সহজ নিয়ম।

author-image
IE Bangla Tech Desk
New Update
Air Conditioner Buying Tips, Window AC, Split AC, Air conditioner buying tips in india, Split air conditioner buying tips, Window air conditioner buying tips, ac selection calculator, Central air conditioner buying tips, ac buying guide room size, ac buying guide 2024, ac buying guide india

আজকাল বেশিরভাগ বাড়িতেই দিনরাত চলছে এসি।

আপনি যদি আপনার এসিকে সেট করেন তাহলে আপনার রুম যথেষ্ট পরিমাণে ঠাণ্ডা হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই। তবে এর জন্য আপনার এসির উপর অনেকটাই প্রেসার পড়বে। পাশাপাশি ১৮ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালে আপনার বিদ্যুৎ খরচ অনেকটাই বেশি হবে। তাই সবসময় ২৪ ডিগ্রি সেলসিয়াসে এসি চালানোর পরামর্শ দেওয়া হয়। এই তাপমাত্রায় এসি রাখলে বিদ্যুৎ খরচও কম হয়। ঘরও ঠাণ্ডা থাকবে।

এসির তাপমাত্রা 24 ডিগ্রিতে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ কমে যায়? বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি আপনার এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসে চালান, তাহলে আপনি গ্রীষ্মের মরসুমে প্রায় ৪-৫ হাজার টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারেন। সাধারণত এসির তাপমাত্রা এক ডিগ্রি বাড়ানো হলে বিদ্যুৎ খরচ ছয় শতাংশ কমে যায়। তাই এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখলে বিদ্যুৎ খরচ ১৮ শতাংশ কমে যায়।

Advertisment

আমাদের বুঝতে হবে এসি কীভাবে কাজ করে। এসি আসলে ভিতরের তাপমাত্রা বাইরের থেকে ঠান্ডা রাখে। আপনি যদি ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রাখতে চান তাহলে এসির কম্প্রেসারের উপর চাপও কম পড়বে। ঘরের তাপমাত্রা যখন ২৪ ডিগ্রি হয়ে যাবে তখন এসি কম্প্রেসার বন্ধ হয়ে যায়। অর্থাৎ এসি ঠান্ডা হওয়া বন্ধ করে এবং শুধুমাত্র ফ্যান চলে। তাপমাত্রা আবার বাড়লে, এসি আবার ঠান্ডা করার কাজ শুরু করে। কিন্তু ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ঘরের তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নামিয়ে আনতে এসিকে দীর্ঘ সময় ধরে একটানা কাজ করতে হয়।

Air Conditioner
Advertisment