Advertisment

AC Tips: পরের গরমে দুরন্ত সার্ভিস পেতে চান? শীতে এসি মেশিনের যত্ন নিতে ভুলবেন না

AC Tips: শীত প্রায় দোড়গোড়ায়। মানুষ এখন এসির ব্যবহার প্রায় কমিয়ে ফেলেছেন। আগামী তিন-চার মাস এসি ব্যবহার সেভাবে হবে না। পরের গরমে দুরন্ত সার্ভিস পেতে এই শীতে এসি মেশিনের বাড়তি যত্ন নেওয়াটা কিন্তু একান্ত ভাবেই জরুরি।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC tips

পরের গরমে দুরন্ত সার্ভিস পেতে চান? শীতে এসি মেশিনের যত্ন নিতে ভুলবেন না

AC Tips: শীত প্রায় দোড়গোড়ায়। মানুষ এখন এসির ব্যবহার প্রায় কমিয়ে ফেলেছেন। আগামী তিন-চার মাস এসি ব্যবহার সেভাবে হবে না। পরের গরমে দুরন্ত সার্ভিস পেতে এই শীতে এসি মেশিনের বাড়তি যত্ন নেওয়াটা কিন্তু একান্ত ভাবেই জরুরি। অনেকের মনেই একটা প্রশ্ন থাকে শীতকালে এসি মেশিনকে ঢেকে রাখা উচিত কিনা? এটা জানাটা বিশেষ ভাবে জরুরি না হলে পরে সমস্যা দেখা দিতে পারে।    

Advertisment

এ বছর দেশে রেকর্ড পরিমাণ গরম পড়েছে। এ কারণে গ্রীষ্মের মরসুমে হুহু করে বিক্রি হয়েছে এসি মেশিন। গরম থেকে স্বস্তি পেতে মানুষ যথেচ্ছ এসির ব্যবহার করেছেন। এখন গ্রীষ্মের বিদায় নেওয়ার পালা। শীতকালে আমাদের এসির প্রয়োজন হয় না।  এ কারণে অনেকেই বাড়িতে বসানো এসি মেশিনকে প্যাক করে রাখেন।

অনেক সময় দেখা যায়, অনেকে এসির স্প্লিট ইউনিট প্যাক করলেও আউটডোর ইউনিট প্যাক করেন না। এখন প্রশ্ন শীতে এসি ঢেকে রাখা উচিত নাকি এসি খোলা রাখা উচিত? 

শীতের সিজনে আপনি যদি আপনার স্প্লিট এসি ভুলভাবে ঢেকে রাখেন তাহলে তা নষ্ট হয়ে যেতে পারে। আপনার এসি কভার করা দরকার কিনা তা নির্ভর করে আপনার চারপাশের আবহাওয়ার উপর।

ছোট এই ভুলেই সর্বশান্ত, প্রতারণা বুঝবেন কী করে?

আপনি যদি এসি প্যাক করেন তবে তা অনেক সমস্যা তৈরি করতে পারে। এসি প্যাকিং করলে এসি মেশিনে মরচে ধরে যেতে পারে।  শীতকালে আপনার এলাকায় যদি বৃষ্টি বা শিশির বেশি পড়ে তাহলে আপনার এসি মেশিনকে কখনই ঢেকে রাখা উচিত নয়।

অনেকে পলিথিনের সাহায্যে এসি ঢেকে রাখেন। আপনার সচেতন হওয়া উচিত যে এটি করার ফলে এসিতে আর্দ্রতা প্রবেশ করতে পারে। এ কারণে এতে মরচে পড়ার আশঙ্কা বেড়ে যায়। অনেক সময় ভুল প্যাকিংয়ের কারণে বৃষ্টির জল ভেতরে ঢুকে বাইরে বের হতে পারে না। এতে এসি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।

হুড়মুড়িয়ে কমল দাম, রিচার্জ প্রায় অর্ধেক দামে, BSNL-এর ধাসু প্ল্যানে পাবেন কলিং-ডেটার বিরাট সুবিধা

এসি প্যাক করার ফলে ইঁদুর তাদের বাসা করতে পারে। এতে আপনার এসি নষ্ট হতে পারে। আপনি যদি এসি কভার করতে চান তবে আপনাকে শুধুমাত্র কোম্পানির দেওয়া কভার ব্যবহার করতে হবে।

air conditioner machine Air Conditioner
Advertisment