AC Water Waste Uses: স্মার্ট ব্যবহারেই সুরক্ষিত ভবিষ্যৎ! এসি থেকে বেরনো জল এই কাজে অনায়াসেই ব্যবহার করুন

Simple And Effective Ways To Reuse AC Water: গরমে একটি তৃপ্তির স্বাদ দিতে পারে একমাত্র এসি। এসি যে কেবল মাত্র ঠান্ডা বাতাস ঘরে ছড়িয়ে দেয় এমনই নয়, এসি থেকে যে জল বের হয় তা আমরা নানান কাজে ব্যবহার করতে পারি।

Simple And Effective Ways To Reuse AC Water: গরমে একটি তৃপ্তির স্বাদ দিতে পারে একমাত্র এসি। এসি যে কেবল মাত্র ঠান্ডা বাতাস ঘরে ছড়িয়ে দেয় এমনই নয়, এসি থেকে যে জল বের হয় তা আমরা নানান কাজে ব্যবহার করতে পারি।

author-image
IE Bangla Tech Desk
New Update
How To Use AC Water At Home To Avoid Waste:

স্মার্ট ব্যবহারেই সুরক্ষিত ভবিষ্যৎ! এসি থেকে বেরনো জল এই কাজে অনায়াসেই ব্যবহার করুন

AC Water Uses: স্মার্ট ব্যবহারেই সুরক্ষিত ভবিষ্যৎ! এসি থেকে বেরনো জল এই কাজে অনায়াসেই ব্যবহার করুন 

Advertisment

গরমে একটি তৃপ্তির স্বাদ দিতে পারে একমাত্র এসি। এসি যে কেবল মাত্র ঠান্ডা বাতাস ঘরে ছড়িয়ে দেয় এমনই নয়, এসি থেকে যে জল বের হয় তা আমরা নানান কাজে ব্যবহার করতে পারি। কাজেই এসি থেকে বের হওয়া জলকে 'অকেজো’ মনে না করে সেটিকে কাজে লাগিয়ে গরমে জল সংকট মোকাবিলা করতে পারি আমরা অনায়াসেই।  

গ্রীষ্মকালে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার আমাদের জীবনযাত্রার অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু আপনি কি জানেন, এসি চলাকালীন যে জল ড্রেনেজ সিস্টেম দিয়ে বাইরে বেরিয়ে আসে সেটিও আপনার দৈনন্দিন জীবনে একাধিক গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে।  

আমরা অনেকেই ভুল করে ভেবে থাকি এসি থেকে বের হওয়া জল কোন কাজেই আসে না।  অকেজো, কিন্তু বাস্তবে জলকে সঠিকভাবে ব্যবহার করলে প্রতি মাসে লিটার-লিটার জল  সাশ্রয় করা সম্ভব।

Advertisment

সতর্কতা জরুরি
এসি থেকে বের হওয়া জl কোনভাবেই পান করবেন না। এতে ধূলিকণা, ব্যাকটেরিয়া ও ফাংগাস থাকতে পারে। হাত-মুখ ধোয়া বা স্নানের জন্য ব্যবহার করা উচিত নয়। একইসঙ্গে, এটি কাপড় ধোয়ার কাজেও ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
 
তাহলে কোন কোন কাজে এই জল ব্যবহার করবেন? 

এসি থেকে প্রতিদিন গড়ে ৫–২০ লিটার পানি বের হয়। সেটি নিচের কাজগুলিতে সহজেই ব্যবহার করা যায়:

গাড়ি বা বাইক ধোয়া:
প্রতিদিন এক বালতি স্বচ্ছ জল নষ্ট না করে, এসি থেকে যে জল বেরোয় সেটা স্টোর করেতা দিয়েই নিজের দু'চাকা বা চারচাকা গাড়ি ধুয়ে নিতে পারেন।

মেঝে বা টয়লেট পরিষ্কার:
এসি থেকে বের হওয়া জলে ডিটারজেন্ট মিশিয়ে ব্যবহার করলে টয়লেট ও ঘরের মেঝে ভালোভাবে পরিষ্কার করা সম্ভব।

গাছে জল দেওয়া (সাবধানতা সহকারে):
বিশেষত ক্যাকটাস জাতীয় গাছে  এই জল অনায়াসেই দেওয়া যেতে পারে। তবে সব গাছে এই জল দেওয়া ঠিক নয়। এতে গাছ মরে যেতে পারে। 

ইনভার্টার ব্যাটারি ও কুলারে 
এই জল আপনি ব্যাটারি বা এয়ার কুলারে ব্যবহার করতে পারেন। 

অ্যাকোয়ারিয়ামে:
বিশেষভাবে ফিল্টার করলে, এই জল অ্যাকোয়ারিয়ামেও ব্যবহার করা যেতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, শুধু বড় শহরেই নয়, গ্রামীণ এলাকাতেও জলের ঘাটতি বাড়ছে। একদিকে যেমন এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ বেড়ে যাচ্ছে, অন্যদিকে এই ব্যবহৃত জল না ফেলে কাজে লাগালে পরিবেশ ও পকেট—দু’টোই সাশ্রয় হবে।

air condition machine maintenance