Acer launched acer aspire 3 : অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামে ল্যাপটপ লঞ্চ, টপ ভ্যারিয়েন্টের দাম ২০ হাজারেরও কমে।
আপনি যদি অফিস বা সন্তানের অনলাইন পড়াশুনার জন্য ল্যাপটপ কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খবর।
অনেকেই বাজেটের কারণে ল্যাপটপ কেনার ইচ্ছা থাকলেও পিছপা হন। তবে এখন আপনি স্মার্টফোনের দামে পাবেন নতুন ল্যাপটপ। Acer ভারতের বাজারে নতুন Acer Aspire 3 ল্যাপটপ লঞ্চ করেছে।
Acer-এর ল্যাপটপের দাম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সমান। এখন ল্যাপটপ কিনতে আপনাকে বিশাল অঙ্কের টাকা খরচ করতে হবে না। Acer এর এই ল্যাপটপের নাম Acer Aspire 3।
কোম্পানিটি এই ল্যাপটপটি ১৫ হাজার টাকারও কম দামে বাজারে লঞ্চ করেছে । আপনি যদি দৈনন্দিন কাজের জন্য অথবা সন্তানের স্কুল-কলেজের অথবা অনলাইন পড়াশুনার জন্য কম বাজেটের ল্যাপটপের সন্ধান করে থাকেন তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।
Acer Aspire 3 ল্যাপটপটি ওজনে বেশ হালকা এবং ডিজাইনও বেশ কম্প্যাক্ট। ল্যাপটপটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কাজ করে। পাশাপাশি রয়েছে Celeron N4500 চিপসেট। এতে আপনি ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প পাবেন। অনলাইনে পড়াশোনার জন্য এতে ওয়েবক্যামের সুবিধা রয়েছে।
Acer Aspire 3- ল্যাপটপে রয়েছে 11.6 ইঞ্চি HD Acer ComfyView LED ডিসপ্লে। গ্রাফিক্স সম্পর্কিত কাজের জন্য আপনি এতে পাবেন ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স কার্ডের সাপোর্ট পাবেন। আপনি এর মেমোরি ১ টেরাবাইট পর্যন্ত বাড়াতে পারবেন। কোম্পানিটি Acer Aspire 3 তে 38Wh ব্যাটারি প্রদান করেছে। সংযোগের কথা বলতে গেলে, আপনাকে USB Type-C, USB 3.2 Gen 1, HDMI পোর্ট এবং মাইক্রো SD কার্ড রিডার স্লটের বিকল্প দেওয়া হয়েছে।
ভারতে Acer Aspire 3 এর দাম
কোম্পানিটি ৩টি স্টোরেজ ভেরিয়েন্ট সহ Acer Aspire 3 লঞ্চ করেছে। এতে আপনি 8GB+128GB, 8GB+256GB এবং 8GB+512GB স্টোরেজের বিকল্প পাবেন। 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনি পাবেন মাত্র ১৪,৯৯০ টাকায়। 8GB+256GB ভেরিয়েন্টের দাম পড়বে ১৭,৯৯০ টাকা এবং 8GB+512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে ১৯,৯৯০ টাকা। আপনি Flipkart থেকে Acer Aspire 3 কিনতে পারবেন।