মহাকাশ থেকে সুখবর! আদিত্য L1-এর প্রথম সেলফি, পৃথিবী ও চাঁদের ছবি তুলেছে আদিত্য L1, ইসরো সোশ্যাল মিডিয়ায় আশ্চর্যজনক ছবি শেয়ার করেছে। চন্দ্রযান-৩-এর সফল সফট ল্যান্ডিংয়ের পর, ইসরো আদিত্য L1-কে সৌর মিশনে পাঠিয়েছে। ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোচ্ছে আদিত্য L1 । ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সোশ্যাল মিডিয়া সাইট এক্সে (আগের টুইটার) এই তথ্য দিয়েছে।
ভারতীয় মহাকাশ সংস্থা ISRO-এর সৌর মিশন আদিত্য L1 সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আদিত্য L1-এ লাগানো ক্যামেরায় এই সেলফিটি ধরা পড়েছে।
আদিত্য L1 2শে সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। ১২৫ দিনের মহাকাশ যাত্রা শেষ করার পরে, আদিত্য L1 পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে।
চন্দ্রযান-৩ মিশনের মতো, আদিত্য-এল১ও ধীরে ধীরে পৃথিবীর চারপাশে তার কক্ষপথ বাড়াবে, এল১ পয়েন্টে যাত্রা শুরু করার আগে প্রতিবার গতিবেগ লাভ করবে। পরবর্তী কক্ষপথ-উত্থাপন কৌশলটি ১০ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে, ISRO জানিয়েছে।