iPhone 16 in 10 minutes: মাত্র ১০ মিনিটের মধ্যেই পান সাধের আইফোন! অসম্ভবকে সম্ভব করে দেখালো Blinkit

iPhone 16 in 10 minutes: মাত্র ১০ মিনিটের মধ্যেই পান সাধের আইফোন! অবাক হলেও এমনই অভিনব পরিষেবা নিয়ে হাজির হয়ে সকলকে চমকে দিল ব্লিঙ্কিট। এখন অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যে আইফোন এবং অন্যান্য একাধিক ব্র্যাণ্ডের স্মার্টফোন ক্রেতাদের কাছে পৌঁছে দেবেন।

iPhone 16 in 10 minutes: মাত্র ১০ মিনিটের মধ্যেই পান সাধের আইফোন! অবাক হলেও এমনই অভিনব পরিষেবা নিয়ে হাজির হয়ে সকলকে চমকে দিল ব্লিঙ্কিট। এখন অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যে আইফোন এবং অন্যান্য একাধিক ব্র্যাণ্ডের স্মার্টফোন ক্রেতাদের কাছে পৌঁছে দেবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 15 Pro Max

মাত্র ১০ মিনিটের মধ্যেই পান সাধের আইফোন!

iPhone 16 in 10 minutes: মাত্র ১০ মিনিটের মধ্যেই পান সাধের আইফোন! অবাক হলেও এমনই অভিনব পরিষেবা নিয়ে হাজির হয়ে সকলকে চমকে দিল ব্লিঙ্কিট। এখন অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যে আইফোন এবং অন্যান্য একাধিক ব্র্যাণ্ডের স্মার্টফোন ক্রেতাদের কাছে পৌঁছে দেবেন। 

Advertisment

সম্প্রতি ব্লিঙ্কিট মাত্র ১০ মিনিটের মধ্যে ল্যাপটপ, প্রিন্টার, মনিটর এবং অন্যান্য অনেক ইলেকট্রনিক পণ্য ডেলিভারির কথা ঘোষণা করেছে।  ব্লিঙ্কিট ভারতের অন্যতম প্রধান ফাস্ট ডেলিভারি অনলাইন ই-কমার্স সার্ভিস।  ১০ মিনিটের ডেলিভারি পরিষেবার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। এবার বড় ঘোষণা করল সংস্থা। 

ব্লিঙ্কিট এখন মাত্র ১০ মিনিটের মধ্যে অর্ডার করা পছন্দের স্মার্টফোন ডেলিভারি করবে।  দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু এবং মুম্বইতে আপাতত এই পরিষেবা চালু হয়েছে। ধীরে ধীরে দেশের অন্যান্য বড় শহরেও এই পরিষেবা চালু করা হবে। 

ব্লিঙ্কিটের সিইও আলবিন্দর ধীন্দসা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছেন, "স্মার্টফোন এবং ফিচার ফোন এখন মাত্র ১০ মিনিটের মধ্যে ডেলিভারি পাবেন ক্রেতারা। দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু এবং মুম্বইতে প্রাথমিকভাবে ডেলিভারি পরিষেবা চালু করা হবে।  ধীন্দসা বলেন, গ্রাহকরা এই হ্যান্ডসেটগুলির অনেকের উপর নো-কস্ট ইএমআই-এর সুবিধাও পাবেন। iPhone 16, Redmi 13 5G, Redmi 14C এবং Nokia 105 সহ একাধিক স্মার্ট ও ফিচারফোন অর্ডার করতে পারবেন ক্রেতারা।

Advertisment

সম্প্রতি ব্লিঙ্কিট মাত্র ১০ মিনিটের মধ্যে ল্যাপটপ, প্রিন্টার, মনিটর এবং অন্যান্য অনেক ইলেকট্রনিক পণ্য সরবরাহের পরিষেবা ঘোষণা করেছে। এর আগে, ব্লিঙ্কিট গুরুগ্রামে ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে।  পাঁচটি অ্যাম্বুলেন্স দিয়ে এই পরিষেবা শুরু করা হয়েছে। 

iphone