Advertisment

Air Conditioner: হিমশীতল অনুভূতি পেতে মেঝে থেকে কত উচ্চতায় এসি ইনস্টল করবেন? না জানলে এখনই জানুন!

এসি কেনার পর তা সঠিক ভাবে ইন্সটলেশনের প্রয়োজন। তা হলে এসি থেকে সঠিক মাত্রায় শীতলতা উপভোগ করতে পারবেন না। উপায় না জেনে AC চালালে ইলেকট্রিকের বিলও বেশ বাড়ে।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Air conditioner installation height,Ideal height for installing air conditioner,AC installation distance from floor,Tips for air conditioner installation,Installing AC at the right angle,Air conditioner installation safety measures,

এসি কেনার পর তা সঠিক ভাবে ইন্সটলেশনের প্রয়োজন। তা হলে এসি থেকে সঠিক মাত্রায় শীতলতা উপভোগ করতে পারবেন না। উপায় না জেনে AC চালালে ইলেকট্রিকের বিলও বেশ বাড়ে।

গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। AC আজ আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন-দিনে এটি এখন যেন বেশ অপিরহার্য্য হয়ে উঠেছে। জুনেইও জ্বালাপোড়া-ভ্যাপসা গরমের থেকে মুক্তি নেই। দাবদাহ থেকে মুক্তি পেতে মধ্যবিত্তদের একটা বড় অংশ এসির দোকানে ভিড় করছেন। তবে এসি কেনার পর তা সঠিক ভাবে ইন্সটলেশনের প্রয়োজন। তা হলে এসি থেকে সঠিক মাত্রায় শীতলতা উপভোগ করতে পারবেন না। উপায় না জেনে AC চালালে ইলেকট্রিকের বিলও বেশ বাড়ে। বিশেষ এই প্রতিবেদনে জেনে নিন মেঝে থেকে কত উচ্চতায় এসি ইনস্টল করতে হবে? এটিকে উল্টো করে মাউন্ট করা কি শীতলতায় কোন পার্থক্য আনবে?

Advertisment

এয়ার কন্ডিশনার লাগানোর সঠিক উচ্চতা মেঝে থেকে ৭ থেকে ৮ ফুট। এই উচ্চতায় এয়ার কন্ডিশনার ইনস্টল করার মাধ্যমে, শীতল বাতাস সারা ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে।

এয়ার কন্ডিশনার ইনস্টল করার সময়, এটি মেঝে থেকে কত উচ্চতা রাখা উচিত সেদিকেও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ? প্রকৃতপক্ষে, শুধুমাত্র সঠিক উচ্চতায় একটি এয়ার কন্ডিশনার ইনস্টল করার মাধ্যমে, এটি রুমটিকে সঠিকভাবে ঠান্ডা করে। যদি এটি সঠিক উচ্চতায় ইনস্টল না করা হয় তবে এর শীতলতা ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে না। আমরা স্প্লিট এসির ইনস্টলেশনের বিষয় নিয়েই এই প্রতিবেদনে আলোচনা করছি। আসুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক কোন উচ্চতায় এয়ার কন্ডিশনার স্থাপন করা উচিত।

আরও পড়ুন : < Air Conditioner: বাড়িতে এসি চলছে! এখনই চেক করুন ইলেকট্রিক মিটার, ক্ষতি এড়াতে আজই সাবধান হোন >

কত উচ্চতায় এসি বসাতে হবে?

এয়ার কন্ডিশনার লাগানোর সঠিক উচ্চতা মেঝে থেকে ৭ থেকে ৮ ফুট। এই উচ্চতায় এয়ার কন্ডিশনার ইনস্টল করলে তবেই ঠাণ্ডা বাতাস সারা ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ইউনিটের নিরাপত্তা বজায় রাখা সহজ হয়। যাইহোক, এই উচ্চতায় একটি এয়ার কন্ডিশনার ইনস্টল করার সময়, ইউনিটের আকার, সিলিং উচ্চতা এবং ঘরের আয়তনের মতো বিষয়গুলি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। ধরুন যদি আপনার সিলিং উচ্চতা ৮ ফুটের কম হয়, তবেই কেবলমাত্র কম উচ্চতায় এয়ার কন্ডিশনারটি ইনস্টল করুন। একই সময়ে, সিলিংয়ের উচ্চতা যদি ৮ ফুটের বেশি হয়, তবে বেশি উচ্চতায় এয়ার কন্ডিশনার স্থাপন করলে ঠান্ডা বাতাস ঠিকমতো ছড়াবে না।

উচ্চতা ছাড়াও, কোন কোণে এসি বসাবেন সেটিও গুরুত্বপূর্ণ। উচ্চতা ছাড়াও, এয়ার কন্ডিশনারটি সঠিক কোণে ইনস্টল করাটাও বিশেষ জরুরি । ঘরের মধ্যে এসি একটু নিচের দিকে কাত করতে হবে যাতে জমা জল সঠিকভাবে বেরিয়ে যেতে পারে। যদি এসি সঠিকভাবে কাত না হয়, তাহলে তা ড্রেনেজ সিস্টেম এবং এসির ক্ষতি হতে পারে। এ ছাড়া এয়ার কন্ডিশনার এমন জায়গায় বসাতে হবে যেখানে পর্দা বা আসবাবপত্রের মতো কোনো জিনিস নেই।

Air Conditioner air conditioner machine air condition machine maintenance
Advertisment