/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/ac-machine-1.jpg)
Air Conditioner: রেকর্ড অনুসারে চলতি গরমে ভারতে এসি বিক্রি অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই চাহিদা এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই প্রবণতাটি অব্যাহত থাকবে বলে আশা ব্যবসায়ী মহলে।
গরমে বিপর্যস্ত গোটা দেশ। তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। এমন পরিস্থিতিতে এয়ার কন্ডিশনার (এসি) ও কুলারের চাহিদা আকাশছোঁয়া। প্রচণ্ড গরম থেকে বাঁচতে আপনারা হয়তো অনেকেই এসি কেনার পরিকল্পনা করছেন। কিন্তু এসি কেনার আগে কতগুলি বিষয় মাথায় রাখুন, নাহলে পস্তাতে হবে সারাজীবন।
Air Conditioner: রেকর্ড অনুসারে চলতি গরমে ভারতে এসি বিক্রি অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই চাহিদা এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই প্রবণতাটি অব্যাহত থাকবে বলে আশা ব্যবসায়ী মহলে।
গরমে বিপর্যস্ত গোটা দেশ। তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। এমন পরিস্থিতিতে এয়ার কন্ডিশনার (এসি) ও কুলারের চাহিদা আকাশছোঁয়া। প্রচণ্ড গরম থেকে বাঁচতে আপনারা হয়তো অনেকেই এসি কেনার পরিকল্পনা করছেন। কিন্তু এসি কেনার আগে কতগুলি বিষয় মাথায় রাখুন, নাহলে পস্তাতে হবে সারাজীবন। এসি কেনার সময় বেশিরভাগ মানুষ যে সাধারণ ভুলগুলি করে থাকে সেগুলি সম্পর্কে সচেতন হতে আজকের এই প্রতিবেদনটি পড়ুন।
এসি কেনার সময়, স্টার রেটিং খুবই গুরুত্বপূর্ণ। বাজারে ৩স্টার, ৫স্টার অনেক এসি রয়েছে। দামের কথা বিবেচনা করে আপনি যত কম রেটেড এসি কিনবেন, তত বেশি বিদ্যুৎ বিল আপনাকে প্রতিমাসে দিতে হবে। ৫স্টার এসির দাম কিছুটা বেশি হলেও আজীবন আপনি বিদ্যুৎ বিলের ঝামেলা থেকে পাবেন মুক্তি। অতএব এসি কেনার আগে স্টার রেটিং চেক করে তবেই এসি কিনুন।
উইন্ডো এসি সবচেয়ে ভালো কারণ এগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কোনো সমস্যা নেই, কিন্তু Samsung এর মতো বড় কোম্পানিগুলো এখন উইন্ডো এসি বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে স্প্লিট এসি আপনার বিকল্প।
বড় রুম বা হলের জন্য এসি কিনতে হলে ফ্লোর স্ট্যান্ডিং এসি বেছে নিতে পারেন। এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে আপনার কোনো সমস্যা হবে না এবং আপনার ঘরটিও থাকবে ঠান্ডা।
ঘরের আকারের উপর নির্ভর করে এসি বেছে নিন। উদাহরণস্বরূপ, ১২০ স্কোয়ারফুট পর্যন্ত ঘরের আকার হলে আপনি ১টন এসি কিনুন। তার বেশি বড় ঘর হলে আপনাকে ১.৫ টন অথবা ২টনের এসি কিনতে হবে।
আজকাল এমন এসিও বাজারে বিক্রি হচ্ছে যা শুধু ঘর ঠান্ডা করে না ঘরের দূষিত বাতাসও বাইরে বের করে দেয় পাশাপাশি পোকামাকড়ের সমস্যা থেকেও আপনাকে মুক্তি দেয়। অনেক এসি আছে যেগুলোতে ইন্টারনেট সাপোর্ট আছে।