Advertisment

Air Conditioner: এসির কম্প্রেসারকে চাঙ্গা রাখুন, শব্দ হলেই সতর্ক থাকুন!

এয়ার কন্ডিশনার মেশিন এখন আর বাহুল্যতা নয়, দিন যত এগোচ্ছে ঠিক ততই যেন অপরিহার্য্য একটি সামগ্রী হয়ে উঠছে এই এয়ার কন্ডিশনার মেশিন। দাবদাহের কালে শহর থেকে জেলা, সর্বত্রই ইলেকট্রনিক্স শোরুমগুলিতে এসি মেশিন কিনতে রীতিমতো ভিড় জমে গিয়েছে। বাজারে নানা ব্র্যান্ডের আধুনিক সব এসি মেশিনের বিপুল সম্ভার। তবে এয়ার কন্ডিশনার নেওয়ার পর মাঝে মধ্যেই এসির স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটা বিশেষ জরুরি।

author-image
IE Bangla Web Desk
New Update
Tips to Fit an Air Conditioner Machine

Air Conditioners: সাধের এসি নিয়ে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি আগে জানুন।

Air Conditioner: এয়ার কন্ডিশনার মেশিন এখন আর বাহুল্যতা নয়, দিন যত এগোচ্ছে ঠিক ততই যেন অপরিহার্য্য একটি সামগ্রী হয়ে উঠছে এই এয়ার কন্ডিশনার মেশিন। দাবদাহের কালে শহর থেকে জেলা, সর্বত্রই ইলেকট্রনিক্স শোরুমগুলিতে এসি মেশিন কিনতে রীতিমতো ভিড় জমে গিয়েছে। বাজারে নানা ব্র্যান্ডের আধুনিক সব এসি মেশিনের বিপুল সম্ভার। তবে এয়ার কন্ডিশনার নেওয়ার পর মাঝে মধ্যেই এসির স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটা বিশেষ জরুরি। তা হলে প্রবল গরমে বিগড়ে যেতে পারে আপনার সাধের এসি। অনেক সময় এয়ার কন্ডিশনার কম্প্রেসার থেকে বিকট শব্ধ শোনা যায়। অনেকেই তা উপেক্ষা করেন। কিন্তু এমন কোন শব্দ কানে এলে সাবধান।

Advertisment

যদি রেফ্রিজারেন্টের মাত্রা কম থাকে বা যদি লিকেজের সমস্যা হয় তাহলে কম্প্রেসারকে অধিক পরিশ্রম করছে, যার ফলে জোরে আওয়াজ হতে পারে। এছাড়াও, যদি কম্প্রেসারে খুব বেশি লোড দেওয়া হয় তবে এর থেকে শব্দ সৃষ্টি হতে পারে।

একটি এয়ার কন্ডিশনার এর কম্প্রেসার যখন চাল্য হয় তখন হালকা শব্দ স্বাভাবিক। এয়ার কন্ডিশনারটির কম্প্রেসার চালু হতে 1 থেকে 2 মিনিট সময় নেয় এবং সেই সময় হালকা শব্দ স্বাভাবিক। কিন্তু শব্দের মাত্রা যদি বেশি হয় তাহলে অবহেলা করবেন না।

আরও পড়ুন : < Air Conditioner Waistcoat: গরমে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ! রেহাই দেবে এই এসি জ্যাকেট, জলের দামে পান হিমশীতল অনুভূতি >

যদি আপনার এয়ার কন্ডিশনারের কম্প্রেসার থেকে খুব বেশি শব্দ হয় তবে আপনার সাবধান হওয়া উচিত, কারণ এটি আপনার এসির ত্রুটির কারণ হতে পারে। এখানে উল্লিখিত সমস্যাগুলি এসি কম্প্রেসার থেকে আওয়াজের কারণে আপনার এয়ার কন্ডিশনারে হতে পারে।

কম্প্রেসারের কিছু অংশ ভেঙে যেতে পারে

যদি শব্দ জোরে বা অস্বাভাবিক হয় তবে এটি একটি আলগা বা ক্ষতিগ্রস্ত অংশের কারণে হতে পারে। কম্প্রেসার, ফ্যান বা অন্যান্য চলমান অংশগুলি আলগা হতে পারে। এ ছাড়া কম্প্রেসারের অভ্যন্তরীণ অংশগুলো ক্ষতিগ্রস্ত হলে বা সেগুলো ঠিকমতো কাজ না করলেও শব্দ হতে পারে।

রেফ্রিজারেন্ট সমস্যা

যদি রেফ্রিজারেন্টের মাত্রা কম থাকে বা লিকেজ থাকে, তাহলে কম্প্রেসারকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, যার ফলে জোরে আওয়াজ হতে পারে। অনেক সময় বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো সমস্যা বা শর্ট সার্কিটও অস্বাভাবিক শব্দের কারণ হতে পারে।

কম্প্রেসারে ওভারলোড

যদি কম্প্রেসারে খুব বেশি লোড দেওয়া হয় তবে এটি অত্যধিক শব্দ করতে পারে। রুম খুলে এয়ার কন্ডিশনার ব্যবহার করলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আসলে, এমন পরিস্থিতিতে, এয়ার কন্ডিশনারকে ঘর ঠান্ডা করতে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং এর কারণে এসি কম্প্রেসার বেশি শব্দ করে।

Air Conditioner air conditioner machine air condition machine maintenance
Advertisment