Advertisment

AC Gas Cost: এত কমে এসির গ্যাস রিফিলিং! প্রতারণার ফাঁদে পড়ছেন না তো? 

AC মেশিনের গ্যাস লিকেজ খুবই সাধারণ একটা সমস্যা। তবে গ্যাস লিকেজ হলে এসি সেভাবে ঘর ঠাণ্ডা করতে পারে না। অনাক সময়ই এসি মেশিন থেকে গরম হাওয়া বেরোতে শুরু করে। যাদের বাড়িতে এসি রয়েছে তারা কখনও না কখনও এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু জানেন কী যদি এসিতে গ্যাস লিকেজের সমস্যা দেখা দেয়, এসি গ্যাস রিফিলিংয়ে কত টাকা খরচ হয়?

author-image
IE Bangla Tech Desk
New Update
"Utility News, ac gas, gas filling cost for ac, ac, fill gas of AC, ac gas filling service, ac gas filling charges, AC Gas Charging, AC Gas Leak symptoms, ac gas refill, ac gas price, ac gas price in india, window ac, split ac, gas filling,

এত কমে এসি গ্যাস রিফিলিংয়! প্রতারণার ফাঁদে পড়ছেন না তো?

AC মেশিনের গ্যাস লিকেজ খুবই সাধারণ একটা সমস্যা। তবে গ্যাস লিকেজ হলে এসি সেভাবে ঘর ঠাণ্ডা করতে পারে না। অনাক সময়ই এসি মেশিন থেকে গরম হাওয়া বেরোতে শুরু করে। যাদের বাড়িতে এসি রয়েছে তারা কখনও না কখনও এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু জানেন কী যদি এসিতে গ্যাস লিকেজের সমস্যা দেখা দেয়, এসি গ্যাস রিফিলিংয়ে কত টাকা খরচ হয়?

Advertisment

বেশিরভাগ মানুষ গ্রীষ্মের সময় এসি ব্যবহার করেন, তবে অনেকেই জানেন না গ্যাস লিকেজ মেরামত করতে আপনাকে ঠিক কত চার্জ দিতে হবে?

অনেক সময় এসি মেকানিকরা গ্যাস রিফিল করার জন্য আপনার থেকে অনেক বেশি টাকা চেয়ে বসেন। এমন পরিস্থিতিতে অনেকেই প্রতারণার শিকার হন।

উইন্ডো এয়ার কন্ডিশনার এবং স্প্লিট এয়ার কন্ডিশনার গ্যাস রিফিল করার জন্য চার্জ আলাদা। অনেক সময় এসি সার্ভিস সেন্টার গ্যাস রিফিল করার জন্য যথেচ্ছ চার্জ নেয়। এমন পরিস্থিতিতে এসির গ্যাস রিফিল করার চার্জ সম্পর্কে সঠিক তথ্য আপনার জানাটা একান্ত প্রয়োজন।

প্রচন্ড গরমে যদি কোন গ্যাজেট মানুষকে স্বস্তি দিতে পারে তবে তা শুধু এয়ার কন্ডিশনার। অনেক সময়, অফ-সিজনে এয়ার কন্ডিশনার বন্ধ থাকলে এর গ্যাস লিক হয়। যার কারণে গ্রীষ্মে এসি ব্যবহারে মানুষকে সমস্যায় পড়তে হয় এবং এয়ার কন্ডিশনার গ্যাস রিফিল করতে হয়।
এয়ার কন্ডিশনার গ্যাস রিফিল করার নামে সার্ভিস সেন্টারগুলো এর সুযোগ নেয় এবং আপনার থেকে যথেচ্ছ চার্জ নেয়। প্রকৃতপক্ষে, পিক সিজনে, এসি সার্ভিস সেন্টারে কাজের কোনও অভাব থাকে না, যার কারণে তারা গ্রাহকদের কাছ থেকে নির্বিচারে টাকা আদায় করে।

আরও পড়ুন : < Royal Enfield: এই ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড বাইক পান জলের দামে! মোটরবাইকে ফুঠে উঠুক আপনার আবেগ >

AC এর গ্যাস রিফিল করার আসল চার্জ কত?
স্প্লিট এয়ার কন্ডিশনার এবং উইন্ডো এয়ার কন্ডিশনার গ্যাস রিফিল করার চার্জ আলাদা। গ্যাস রিফিলিংয়ের চার্জও নির্ভর করে আপনার এসি-তে কতগুলি লিকেজ পয়েন্ট রয়েছে তার ওপর। কোনো এসি সার্ভিস সেন্টারে যদি ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে এসির গ্যাস রিফিল করা হয় তাহলে একেবারে সঠিক। কেউ যদি এর থেকে বেশি টাকা নেয় তাহলে বুঝবেন সে আপনাকে ঠকাচ্ছে।

কেন এয়ার কন্ডিশনার গ্যাস লিক হয়?
এয়ার কন্ডিশনারে গ্যাস লিকেজ হওয়ার অনেক কারণ থাকতে পারে, যার মধ্যে কয়েকটি হল- এসি পরিষ্কার না করা, পাইপে কার্বন জমে যাওয়া, কনডেন্সার পাইপে মরিচা পড়া, এসি সার্ভিসিং না করা, এসি ইউনিটের যত্ন না নেওয়া অন্যতম। একটি আপনি যদি আপনার এসি ঠিকমতো চালাতে চান তাহলে গ্রীষ্মের শুরুতে এবং শেষে এয়ার কন্ডিশনার সার্ভিসিং করুন। এছাড়াও, অফ সিজনে কাগজ দিয়ে এয়ার কন্ডিশনার প্যাক করুন।

Tech News Air Conditioner air condition machine maintenance
Advertisment