Advertisment

Monsoon: এ মেশিনের জুড়ি মেলা ভার, চালালেই রাতভর শান্তির ঘুম, বর্ষায় পান দারুণ স্বস্তি!

এসির সঙ্গে পাল্লা দিতে বাজারে এসে গিয়েছে এমন এক বিশেষ ডিভাইস যার দাম এসির দামের অর্ধেকেরও কম।

author-image
IE Bangla Tech Desk
New Update
echzere Electric Dehumidifier online , Techzere Electric Dehumidifier price , Device like AC

এসির সঙ্গে পাল্লা দিতে বাজারে এসে গিয়েছে এমন এক বিশেষ ডিভাইস যার দাম এসির দামের অর্ধেকেরও কম।

Monsoon: বৃষ্টি শুরু হলেও অস্বস্তি কিন্তু বজায় রয়েছে। বর্ষাকালে একটি জিনিস যা সবাইকে কষ্ট দেয় তা হল আর্দ্রতা। বর্ষার সময় অস্বস্তিকর আদ্রতার কারণে মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠে। এমন পরিস্থিতিতে কুলারও কাজ করতে ব্যর্থ হয়। কাজ হয় শুধুমাত্র এসি মেশিনে। তবে আদ্রতা,তাপ থেকে মুক্তি পেতে সবাই এসি ব্যবহার করতে পারে না, কারণ এটি খুব ব্যয়বহুল।

Advertisment

কিন্তু এখন চিন্তার দিন শেষ। এসির সঙ্গে পাল্লা দিতে বাজারে এসে গিয়েছে এমন এক বিশেষ ডিভাইস যার দাম এসির দামের অর্ধেকেরও কম। হ্যাঁ, আজকের প্রতিবেদনে Dehumidifier সম্পর্কে জানাতে চলেছি। এই ছোট ডিভাইসটি এসিকে দিতে পারে জোর টক্কর। কারণ এটি ঘরের আর্দ্রতা শোষণ করে নিতে পারে মুহূর্তে।

গ্রাহকরা অনলাইন প্ল্যাটফর্ম Amazon এবং Flipkart থেকে dehumidifier কিনতে পারেন. গ্রাহকরা 5000 টাকা থেকে 9000 টাকার মধ্যে এই ডিহিউমিডিফায়ার কিনতে পারেন৷

Silver Martini Home Dehumidifier: গ্রাহকরা Amazon থেকে এই ডিভাইসটি 5,490 টাকায় কিনতে পারেন। এই মেশিনে দেওয়া হচ্ছে 48% ছাড়। কোম্পানির দাবি যে এটি প্রতিদিন 350ml পর্যন্ত আর্দ্রতা শোষণ করতে পারে। এটিতে 1000mL এর একটি ট্যাঙ্ক রয়েছে যা পূর্ণ হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

Power Pye Electronics Dehumidifier 46% ছাড়ের পরে Amazon থেকে 6,990 টাকায় পাওয়া যাচ্ছে। এটিতে রয়েছে 1300ML ট্যাঙ্ক। যদি একটি ছোট ঘরে রাখা হয় তবে এটি দ্রুত বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে। পূর্ণ হয়ে গেলে, ডিহিউমিডিফায়ার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং এলইডি লাইটটি চালু হবে ইঙ্গিত দিতে যে জলের ট্যাঙ্ক থেকে জল নিষ্কাশন করা দরকার।

আরও পড়ুন - < Google Maps: অভাবনীয় উদ্যোগের প্রশংসা সর্বত্র! ঘরে বসে এক ক্লিকেই বুক করুন মেট্রোর টিকিট >

একইভাবে, অনলাইনে তালিকাভুক্ত অনেক হিউমিডিফায়ার রয়েছে, যা ঘরের আর্দ্রতা শোষণ করে। আর্দ্রতা কমে গেলে ঠান্ডা বেশি অনুভূত হয়। এটি দেখতে অনেকটা ওয়াটার পিউরিফায়ারের মতো, তবে এর আকার কিছুটা ছোট।

Tech News Air Coolers
Advertisment