Advertisment

Air conditioner maintenance: ভুল করেই এই কাজ করবেন না, বিকল হতে পারে এসি কম্প্রেসার

এসিকে যদি আপনি চাঙ্গা রাখতে চান তাহলে অবশ্যই এসি মেশিন সময়ে সময়ে সার্ভিসিং করিয়ে নেওয়াটা একান্ত ভাবেই জরুরি। কিন্তু জানেন কী আপনার এই সামান্য ভুল এয়ার কন্ডিশনার মেশিনকে স্রেফ একটা টিনের বাক্সে পরিণত করতে পারে?

author-image
IE Bangla Tech Desk
New Update
Air conditioner maintenance, Air conditioner maintenance price, Air conditioner maintenance near me, Air conditioner maintenance checklist, Air conditioner maintenance cost, Air conditioner maintenance schedule, Air conditioner maintenance service, AC repair Noida, Air conditioning maintenance procedure"

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও বিকল হতে পারে এসি কম্প্রেসার

Air conditioner maintenance: চলতি বছর গরমের রেকর্ড অতীতের সকল রেকর্ডকে ভেঙে দিয়েছে। দিল্লির সহ ভারতের বেশিরভাগ স্থানে তীব্র তাপদাহ অব্যাহত। গরম থেকে বাঁচতে মানুষের এসি কেনার হিড়িক অনেকটাই বেড়ে গিয়েছে গত বছরের তুলনায়। এই গরমে এয়ার কন্ডিশনার মানুষের কাছে যেন আর্শীবাদ বয়ে এনেছে। এসিতে প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নির্ধারণ করা হয়। AC-তে তাপমাত্রার যত কম হবে, শীতলতা তত বেশি হবে। কিন্তু ঘর খুব তাড়াতাড়ি শীতল করতে চাইলে একদিকে তা যেমন এসির স্বাস্থ্যের পক্ষে খারাপ তেমনই এর ফলে অধিক বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।

Advertisment

এসিকে যদি আপনি চাঙ্গা রাখতে চান তাহলে অবশ্যই এসি মেশিন সময়ে সময়ে সার্ভিসিং করিয়ে নেওয়াটা একান্ত ভাবেই জরুরি। কিন্তু জানেন কী আপনার এই সামান্য ভুল এয়ার কন্ডিশনার মেশিনকে স্রেফ একটা টিনের বাক্সে পরিণত করতে পারে?

উইন্ডো এবং স্প্লিট এয়ার কন্ডিশনার সার্ভিসিং করতে সাধারণত ৮০০-১০০০ টাকা চার্জ লাগে। অনেকেই টাকা বাঁচাতে নিজেরাই জল দিয়ে এসি ধুয়ে নেন। এর ফলে আপনার এয়ার কন্ডিশনার নষ্ট হয়ে যেতে পারে।

আরও পড়ুন : < AC tips and tricks: পুরনো এসি চালাচ্ছেন? বদলের আগে এই বিষয়ে নিশ্চিত হোন >

কিছু স্মার্ট মানুষ আছেন যারা সামান্য কিছু অর্থ বাঁচানোর জন্য নিজেরাই এয়ার কন্ডিশনারটি জল দিয়ে ধুয়ে মুছে নেন। আপনিও যদি এই কাজ করে থাকেন তাহলে সাবধান। আপনার এসি যেকোনো সময় টিনের বাক্সে পরিণত হতে পারে। এরপর এসি মেরামত করতে হাজার হাজার টাকা খরচ করতে হবে। জ্যাক কানেকশন ও কনডেন্সারে ভুলবশত জল ঢুকে পড়লেও এসি নষ্ট হয়ে যায় এবং তা মেরামত করতে হাজার হাজার টাকা খরচ হয়।

যদি আপনার এয়ার কন্ডিশনারে গ্যাস লিক হয়ে যায় এবং আপনার কাছে তা মেরামত করার সময়টুকু না থাকে তাহলে আপনি গ্যাস ছাড়াই এসি চালাবেন না। তাহলে আপনার এয়ার কন্ডিশনার এর কম্প্রেসার নষ্ট হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে ওয়ারেন্টি থাকা সত্ত্বেও কম্প্রেসার বদলে দেয় না না এসি কোম্পানি গুলি। এয়ার কন্ডিশনার কম্প্রেসার বদল করতে কমপক্ষে ৫ থেকে ১০ হাজার টাকা খরচ পড়ে।

Air Conditioner air conditioner machine air condition machine maintenance
Advertisment