Air conditioner Maintenance Tips: গরমে একটানা কতক্ষণ এসি চালানো উচিত? না জানলে এখনই জানুন!
জ্বালাপোড়া গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। ভ্যাপসা গরম হোক কিংবা তীব্র দাবদাহ, অনেকেই বাড়িতে একটানা AC মেশিন চালিয়ে রাখেন। AC থেকে বেরনো ঠান্ডা হাওয়া শরীরে স্বস্তি এনে দেয়।
ইদানিং মাত্রাতিরিক্ত গরমের কারণে AC-র চাহিদা বিপুলভাবে বেড়ে গিয়েছে। শহর থেকে জেলা, দাবদাহের কালে এয়ার কন্ডিশনার মেশিন কেনার রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে। তবে কয়েকটি জিনিস না বোঝার কারণে AC মেশিন থেকে বড়সড় বিপদের আশঙ্কাও থাকে। সেই বিপদগুলি এড়াতে আপনার করণীয় জিনিসগুলি সম্পর্কে জেনে নিন এই বিশেষ প্রতিবেদনে।
জ্বালাপোড়া গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। ভ্যাপসা গরম হোক কিংবা তীব্র দাবদাহ, অনেকেই বাড়িতে একটানা AC মেশিন চালিয়ে দেখেন। AC থেকে বেরনো ঠান্ডা হাওয়া শরীরে স্বস্তি এনে দেয়।
অনেকেই জানেন না দিনে কত ঘণ্টা এসি চালাতে হবে? তার ফলেই ঘটে যাচ্ছে মারাত্মক বিপদ।
দেশের কয়েকটি রাজ্য এখনও প্রচণ্ড গরমের কবলে। এই সময়ে কেবল এসিই কিছুটা রেহাই দিতে পারে। গরম থেকে মুক্তি পেতে মানুষ প্রায় সারাদিন এসি চালাচ্ছেন।
রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে এসি ব্যবহার করছেন মানুষজন। বাজারে এসি বিক্রি এখন তুঙ্গে। গরম থেকে স্বস্তি পেতে মানুষ দিনরাত এসিতেই থাকতে পছন্দ করছেন।
এসি চালানোর সঠিক সময়
আপনি কী জানেন সারাদিন এসি চালানো আপনার স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। পাশাপাশি ক্ষতি হতে পারে আপনার এসি মেশিনেরও। বিশেষজ্ঞদের মতে, সারাদিন এসি চালানো উচিত নয়। কারণ এতে মেশিন গরম হয়ে আগুন লাগার আশঙ্কা বেড়ে যায় বহুগুণে।
এমন পরিস্থিতিতে দিনে কতক্ষণ এসি চালানো উচিত তা নিয়ে অনেকের মনেই বিভ্রান্তি রয়েছে। কিন্তু এর জন্য কোনো কোম্পানির কোনো নির্দেশিকা নেই। বিশেষজ্ঞরা বলছেন এসি দিনে ১০ থেকে ১৪ ঘন্টা একটানা চালানো যেতে পারে। এর বেশি সময় একটানা এসি চালানো কখনই উচিত নয়।
এসি চালানোর সময় মাঝে মাঝে কিছুক্ষণ বন্ধ রাখুন। যাতে কম্প্রেসার ঠান্ডা হয় তাতে আগুন লাগার আশঙ্কা কমে যাবে অনেকটা। কারণ দিনরাত এসি চালানো শুধু বিদ্যুৎ খরচ করে না, তা ডেকে আনতে পারে চরম বিপদও।
গরম থেকে স্বস্তি পেতে, লোকেরা বেশিরভাগ সময় এসি ১৬ ডিগ্রিতে রাখেন যাতে তাড়াতাড়ি ঘর ঠাণ্ডা হয়। যেখানে সম্প্রতি সরকারের তরফে জারি করা একটি অ্যাডভাইজরিতে বলা হয়েছে যে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখতে।
যদি এসি ঠান্ডা না হয় তবে সময়ে সময়ে এর ফিল্টার পরিষ্কার করুন। কারণ ফিল্টারে ধুলো-ময়লা জমে থাকলে এসি তাড়াতাড়ি ঘর শীতল করতে পারেনা। পাশাপাশি এসির আউটডোর ইউনিটও পরিষ্কার করতে হবে মাঝে মধ্যেই।